কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জগন্নাথ পুজো। এবারের পুজোয় সংকল্প করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছর দুবার করে মুখ্যমন্ত্রীর বাড়িতে আয়োজিত হয় যে পুজো। শুক্রবারের পুজো হাজির ছিলেন জগন্নাথ মন্দিরের জগন্নাথ দ্বৈতাপতি।


আজ সকালেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, বিকেলে পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ জানানো হবে। যার আগে তৃণমূল সুপ্রিমোর বাড়িতে এই জগন্নাথ পুজো ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।


ওয়াকিবহাল মহলের মতে, বিধানসভা ভোটের প্রাক্কালে হয়তো প্রভু জগন্নাথের কাছে হয়তো তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আসীন হওয়ার প্রার্থনাই যজ্ঞের মাধ্যমে সেরে রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছে এবারের বিধানসভা ভোটে গেরুয়া শিবিরের পক্ষ থেকে কড়া প্রতিদ্বন্দ্বীতার মধ্যে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি নেতৃত্বও ‘পরিবর্তনের পরিবর্তন’ করার লক্ষ্য নিয়ে উঠে পড়ে লেগেছে।


যদিও পাল্টা আত্মবিশ্বাসী ঘাসফুল শিবিরও। কড়া লড়াইয়ের মঞ্চ তৈরি করার পাশাপাশি তৃণমূল সুপ্রিমো বিভিন্ন জনসভা থেকে প্রত্যয়ী সুরে জানিয়েছেন, ফের একবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরছে তৃণমূল কংগ্রেস।