সন্দীপ সরকার, কলকাতা : জিডি বিড়লা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে কাল ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন অভিভাবকরা। যে সব পড়ুয়ার কোনও বকেয়া নেই, শুধুমাত্র তাদের জন্য সোমবার থেকে স্কুল খোলার কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেই বিজ্ঞপ্তি ঘিরে শুরু হয়েছে নতুন সংঘাত।


বকেয়া বেতন ঘিরে জিডি বিড়লা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের একাংশের সংঘাত কি আরও তীব্র হতে চলেছে ? স্কুল কর্তৃপক্ষের সাম্প্রতিক বিজ্ঞপ্তির বিরোধিতা করে আবার আদালতের দ্বারস্থ হচ্ছেন অভিভাবকরা। দেবাশিস বসু নামে এক অভিভাবক জানান, আদালত অবমাননা করছে। আমরা তো আদালতের দ্বারস্থ হবই।


গত বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, ফি বকেয়া থাকলেও কোনও পড়ুয়াকে ক্লাস করা থেকে বঞ্চিত করা যাবে না। সব পড়ুয়াকে নতুন ক্লাসে উত্তীর্ণ করতে হবে এবং তাদের প্রাপ্য সুযোগ সুবিধা দিতে হবে। আটকে রাখা যাবে না মার্কশিট। বেতন নিয়ে রাজ্যের সর্বোচ্চ আদালতের ওই নির্দেশের পরের দিনই, অভিভাবকদের বিক্ষোভে আইনশৃঙ্খলাজনিত কারণ দেখিয়ে মিন্টো পার্কের অশোক হল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল,
রানিকুঠির GD বিড়লা স্কুল এবং বালিগঞ্জের মহাদেবী বিড়লা শিশু বিহার- এই তিনটি ইংরেজি মাধ্যম স্কুলের, ৬টি ক্যাম্পাস বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।


এরপর শনিবার, কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, যে পড়ুয়াদের কোনও বকেয়া নেই, তাদের জন্য সোমবার থেকে ফের স্কুল খুলবে। এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আদালত অবমাননার অভিযোগ তুলে ফের কলকাতা হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জিডি বিড়লা স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের একাংশ। 


অভিভাবক দেবাশিস বসু জানান, এর আগে আদালতের নির্দেশে ৪ তারিখ যখন স্কুল খুলেছিল, তখন দেখা গেল মিডিয়ার সামনে সবাইকে স্কুলে ঢুকিয়ে নিল। কিন্তু ক্লাসে ঢুকতে দেয়নি। গ্যারেজে বসিয়ে রেখে দিয়েছিল।


জটিলতা কাটাতে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন জিডি বিড়লা স্কুলের অভিভাবকদের একাংশ।