কলকাতা: চেতলায় বান্ধবীকে নিয়ে স্ত্রীকে হেনস্থার অভিযোগ উঠল কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। গাড়ি থেকে জোর করে টেনে নামানোর চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনায় কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়।


অভিযোগ খতিয়ে দেখছে নিউ আলিপুর থানার পুলিশ। এ বিষয়ে কাঞ্চন মল্লিকের কোনও প্রতিক্রিয়া মেলেনি। ফোন ধরেননি এমনকী মেসেজের উত্তরও দেননি তিনি। অন্য়দিকে, এখনও পর্যন্ত প্রতিক্রিয়া দিতে নারাজ কাঞ্চন মল্লিকের বান্ধবী।


কাঞ্চন মল্লিকের স্ত্রী জানিয়েছেন, গতকাল সকাল থেকেই বেশ কয়েকবার তাঁকে ফোন করে কথা বলতে চান কাঞ্চন। বারবার হুমকিও দেন বলে অভিযোগ। এরপর সন্ধেবেলা পিঙ্কির দিদা অর্থাৎ সাবিত্রী চট্টোপাধ্যায়ের নিউআলিপুরেরে বাড়িতে এসে খোঁজ করেন। পিঙ্কিকে সেখানে না পেয়ে চেতলার বাড়িতে যান। সেখানে গাড়িতে উঠছিলেন পিঙ্কি। দেখতে পেয়ে তাঁকে সেখান থেকে টেনে নামানো হয় বলে অভিযোগ। 


পিঙ্কির বয়ান অনুযায়ী, 'পুলিশকে অভিযোগ করতে বাধ্য হলাম। আমি এবং আমার পরিবার ভীত। শ্রীময়ী চট্টোরাজও এতে যুক্ত। বারবার ফোন, হোয়াটসঅ্যাপে আমাকে হুমকি দেওয়া হয়েছে। এদিন আমায় মারতে উদ্ধত হয় শ্রীময়ী। আমার বাচ্চা ভয় পেয়ে চিৎকার করছিল। পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছি।'


সমস্যা শুরু হয়েছিল বেশ কিছুদিন আগেই। অভিনেতা- বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে তাঁর স্ত্রী-র সম্পর্কে ফাটলের খবর ছড়িয়ে পড়ে টলিপাড়ায়। কৃষ্ণকলি খ্যাত টেলি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে প্রেম করছেন অভিনেতা- বিধায়ক কাঞ্চন মল্লিক। এই খবর ঘুরপাক খাচ্ছিল বিভিন্ন মহলে।


এই বিষয়ে মুখ খুলেছিলেন কাঞ্চনের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ও। জানিয়েছিলেন নিজের ছেলেরও খোঁজ নেন না কাঞ্চন। যদিও গোটা বিষয়টি অস্বীকার করে একে নিছক রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক। একই সুরে শ্রীময়ীও জানান কাঞ্চন মল্লিক তাঁর পরিচিত কিন্তু প্রেমের খবর নেহাত গুজব ছাড়া আর কিছুই নয়। 


২০২১-এর বিধানসভা নির্বাচনে জিতে তৃণমূলের বিধায়ক হয়েছেন কাঞ্চন মল্লিক। নির্বাচনী প্রচারের সময়েও কাঞ্চনের চর্চিত প্রেমিকা শ্রীময়ী চট্টোরাজকে দেখা গিয়েছিল তাঁর সঙ্গে।