কলকাতা: হরিদেবপুরের বাসিন্দা এক বেসরকারি সংস্থার কর্মীর অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব।  পুলিশ সূত্রে খবর, বেসরকারি সংস্থার কর্মী ওই মহিলা দিল্লি যাওয়ার জন্য বিমানের টিকিট কিনছিলেন। কিন্তু উড়ান বাতিল হওয়ায় তিনি টিকিটের টাকা ফেরত পাওয়ার জন্য গুগল থেকে পাওয়া সংশ্লিষ্ট বিমান সংস্থার  একটি নম্বরে ফোন করে প্রতারকদের খপ্পরে পড়েন।  মহিলার দাবি, প্রতারকরা তাঁকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলে। সেই অ্যাপ ডাউনলোড করার পরই তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ৬৬ হাজার টাকা। লালবাজার এবং হরিদেবপুর থানায় অভিযোগ জানিয়েছেন ওই বেসরকারি সংস্থার কর্মী। সংশ্লিষ্ট ব্যাঙ্কেও অভিযোগ জানানো হয়েছে।
ওই মহিলা জানিয়েছেন, তিনি তাঁর অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও তথ্য তিনি কারুর সঙ্গে শেয়ার করেননি। পুলিশের অনুমান, অ্যাপের মাধ্যমে কোনওভাবে মোবাইল ফোনের অ্যাকসেস পেয়ে গিয়েছিল প্রতারকরা। পুরো ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।


এদিকে, কলকাতায় এটিএম প্রতারণার তদন্তে ভিন রাজ্যে গেল পুলিশের ৩ টি টিম। সূত্রের খবর, এর আগে হরিয়ানার ফরিদাবাদে একই ধরনের প্রতারণার অভিযোগে যাকে গ্রেফতার করা হয়েছে, তাকে জেরার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে এটিএম কাণ্ডে পুলিশের হাতে এসেছে সিসিটিভি ফুটেজ। তার থেকে সন্দেহভাজনদের চিহ্নিত করার চেষ্টা চলছে।  প্রতারণার জন্য এটিএমে কী ধরনের ডিভাইস ব্যবহার করেছিল অভিযুক্তরা, তা বোঝার চেষ্টা করছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।  অভিযুক্তরা ভিন রাজ্যের বাসিন্দা বলে প্রাথমিকভাবে সন্দেহ পুলিশের।  তার যে সব হোটেল বা গেস্ট হাউসে থাকতে পারে, সেখানকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।ফরেন্সিক বিশেষজ্ঞদের অনুমান,ডুপ্লিকেট চাবি দিয়ে এটিএম খুলে বিশেষ যন্ত্র লাগানো হচ্ছে। তার ফলে এটিএম-'এর নিয়ন্ত্রণ চলে যাচ্ছে প্রতারকদের হাতে। তুলে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। এটাই হল ‘ম্যান ইন দ্য মিডল অ্যাটাক’ পদ্ধতি।পুলিশ সূত্রে খবর, জানুয়ারি মাসে এটিএম প্রতারণার অভিযোগে খড়দা থেকে হরিয়ানার বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাঁর সঙ্গে এই সব ঘটনার কোনও যোগ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।