মুর্শিদাবাদ: অভিষেকের সভার থেকে বেশি জমায়েত হবে, হুঙ্কার হুমায়ুনের, 'মুর্শিদাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যত ভিড় হবে,তার থেকে আমার সভায় বেশি ভিড় হবে।মুর্শিদাবাদে অভিষেক যেখানে যেখানে সভা করবেন, সেখানে সেখানে পাল্টা সভা', চ্যালেঞ্জ করলেন হুমায়ুন কবীর।নদিয়ার কালীগঞ্জে জনতা উন্নয়ন পার্টির নতুন কার্যালয়ের উদ্বোধন করেন হুমায়ুন কবীর। বিধানসভা ভোটে ১০০ আসনে জেতার হুঙ্কার হুমায়ুনের।
আরও পড়ুন, 'তৃণমূল অনুপ্রবেশকারীদের লালন-পালন করেছে' ! ফের মুখ্যমন্ত্রীর চিঠির পাল্টা চিঠি শুভেন্দুর
হুমায়ুন কবীর : আমার টার্গেট ১০ লাখ।
প্রশ্ন : সভা করা নিয়ে কোনও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন ?
হুমায়ুন কবীর : হ্যাঁ কিছু....আছে, কিছু তৃণমূলের..যারা চেটে খায়। তোলাবাজি করে খায়। বালি-পাথরের গাড়ি থেকে তোলা তুলে, পুলিশের সঙ্গে যোগসাজশ করে যারা, তাঁরা আমাকে গোব্যাক বলছে, বিজেপির B টিম বলছে। আমি নির্বাচনের ময়দানে যখন হুমায়ুন কবীর, ২৯৪ টা আসনে না হলেও, ১৮২ টা আসনে, যেদিন প্রতিদিন প্রচারে যাবে, সেদিন কে B টিম, A টিম, C টিম, তার প্রমাণ, মানুষই দিয়ে দেবে।