আবীর দত্ত, কলকাতা : রাত পেরোলেই সেই মহান দিবস। ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করবে দেশবাসী। স্বাধীনতা দিবসের প্রাক্কালে মহানগরী ও জেলায় জেলায় বাড়ানো হল নিরাপত্তা।

স্বাধীনতা দিবস উপলক্ষে বাড়তি সতর্ক কলকাতা পুলিশ। রবিবার রাস্তায় থাকবেন ৪ হাজার পুলিশ কর্মী। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ডিসি পদমর্যাদার ১১ জন পুলিশ অফিসার। কয়েকজন জয়েন্ট কমিশনার থাকবেন রেড রোডের নিরাপত্তার দায়িত্বে। সুপারভিশনের দায়িত্বে থাকবেন স্পেশাল সিপি দময়ন্তী সেন।


 কন্যাশ্রীর স্থানে 'কন্নাশ্রী', দিলীপকে মেল করে বর্ণপরিচয় পাঠালেন কংগ্রেস নেতা কৌস্তভ


শহরে ২৩টা জায়গায় থাকবে নাকা চেকিংয়ের ব্যবস্থা। রেড রোডে থাকবে ৩টে ওয়াচ টাওয়ার। এছাড়াও, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কড়া নজরদারির ব্যবস্থা থাকবে। স্বাধীনতা দিবসের আগে বিভিন্ন জেলাতেও চলছে নজরদারি। রামপুরহাট স্টেশনেও চলছে যথেষ্ট কড়াকড়ি। শুক্রবার রাতে স্টেশন চত্বরে তল্লাশি চালায় আরপিএফ ও জিআরপি।


করোনা আবহে ৭৫ তম স্বাধীনতা দিবস। শুক্রবার তারই মহড়া হল রেড রোডে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এবার বিশেষ আকর্ষণ ‘লক্ষ্মীর ভাণ্ডার’  ও ‘খেলা হবে’ ট্যাবলো। করোনা আবহে গত বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালিত হয়েছে দর্শকশূন্য রেড রোডে। ২০২১-এর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানও হয়েছে কাটছাঁট করে। ব্যতিক্রম হবে না রবিবার ৭৫ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও। দর্শকশূন্য রেডরোডেই হবে পতাকা উত্তোলন থেকে কুচকাওয়াজ, শোভাযাত্রা। তারই মহড়া হল শুক্রবার সকালে। শোভাযাত্রায় থাকবে আন্তর্জতাকি স্বীকৃতিপ্রাপ্ত রাজ্য সরকারের একাধিক প্রকল্পের ট্যাবলো। একুশের বিধানসভা ভোটে তৃণমূলের স্লোগান ছিল ‘খেলা হবে’। তৃতীয়বার ক্ষমতায় আসার পর ১৬ অগাস্ট খেলা হবে দিবস ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে থাকবে সেই ট্যাবলো। 


অন্যদিকে, স্বাধীনতা দিবসের প্রাক্কালে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ১৪ অগাস্ট  'বিভাজন-বিভীষিকা স্মৃতি দিবস' হিসেবে পালন করা হবে। এ বিষয়ে ট্যুইট করে প্রধানমন্ত্রী বলেছেন, দেশভাগের যন্ত্রণা কখনও ভোলার নয়। মোদি লেখেন, ''আমাদের লক্ষ লক্ষ ভাই-বোন অর্থহীন বিদ্বেষ ও হিংসায় আশ্রয়চ্যূত হয়েছেন, প্রাণ হারিয়েছেন। ওই সংগ্রাম ও আত্মত্যাগের কথা স্মরণে রেখে ১৪ অগাস্ট  ' বিভাজন-বিভীষিকা স্মৃতি দিবস'  হিসেবে পালন করা হবে।''