কলকাতা: খাস কলকাতায় ১৬ বছরের কিশোরকে চোর সন্দেহে নৃশংসভাবে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। এন্টালির এই ঘটনায় ২ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। মৃতের নাম মহম্মদ সোনু। বাড়ি এন্টালির ডি সি দে রোডে। পুলিশ সূত্রে খবর, ট্যাংরা পোস্ট অফিসের কাছ থেকে রক্তাক্ত অবস্থায় কিশোরকে উদ্ধার করে রাত সাড়ে ৩টে নাগাদ এনআরএসে নিয়ে আসেন স্থানীয়রা। চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।এরপর হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। পুলিশ সূত্রে খবর, মৃতের গলা, দুই হাত ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
এন্টালির কিশোর খুনের ঘটনায় পুলিশের হাতে এসেছে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে, রাত পৌনে ২টো নাগাদ নাবালককে ধাওয়া করছে তিনজন। প্রাণ বাঁচাতে প্রায় সাড়ে ৩০০ মিটার দৌড়য় ওই কিশোর। গলায় গুরুতর আঘাত থাকা সত্ত্বেও নাবালককে রাস্তায় ফেলে পেটানো হয় বলে পুলিশ জানতে পেরেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের সনাক্ত করার চেষ্টা চলছে।