নয়াদিল্লি : উৎসবের মরশুমে দেশে করোনায় ফের বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৩৩ জন।
একদিনে মৃত্যু হয়েছে ২৭৮ জনের।
দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৯ হাজার ৫৩৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ৭১ হাজার ৮৮১। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৪৬ হাজার ৬৮৭। যা গত সাড়ে ৬ মাসে সর্বনিম্ন। এরইমধ্যে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩১ লক্ষ ৭৫ হাজার ৬৫৬ জন। একদিনে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৭৭০ জন
রাজ্যে করোনা পরিস্থিতি
রাজ্যে করোনায় কমল দৈনিক সংক্রমণ। তবে বাড়ল মৃতের সংখ্যা। রাজ্যে গত একদিনে করোনা আক্রান্ত ৬১৯ জন। মৃত ১১।গত ২৪ ঘণ্টায় সংক্রমণ সারিয়ে সুস্থ ৬৩৭ জন। অর্থাৎ,দৈনিক আক্রান্তর চেয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা।
রাজ্যের স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১৫ লক্ষ ৭২ হাজার ৪৬০। এখনও পর্যন্ত সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৫ লক্ষ ৪৬ হাজার ০৩৭। করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১৮,৮৪৮। বর্তমানে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৫,৫৭৫। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার হার ৯৮.৩২ শতাংশ। মৃত্যু হার ১.২০ শতাংশ।
এদিকে, করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় নজরে রাজ্যের চিকিৎসা পরিকাঠামো। বরাদ্দ করা হল ২ কোটি ৪২ লক্ষ টাকা। হাসপাতালগুলিতে পরিকাঠামো উন্নয়নের কাজ সম্পূর্ণ করতে বরাদ্দ করা হল এই অর্থ। অক্সিজেনের পাইপলাইন, আইসিইউ বেড, নতুন ওয়ার্ড তৈরির জন্য বরাদ্দ করা হল অর্থ।
অন্যদিকে এই পরিস্থিতিতে এই রাজ্যেও উৎসবের মরশুম কাটলে স্কুল খোলার ভাবনা-চিন্তা করছে সরকার। পুজোর পর রাজ্যে স্কুল খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজ্যের নির্দেশ, কালীপুজোর মধ্যে ক্লাস উপযোগী করে তুলতে হবে স্কুলগুলিকে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্কুল ভবনগুলি সারাইয়ে জন্য ১০৯ কোটি টাকা বরাদ্দ করা হল। ৬ হাজার ৪৬৮টি স্কুল মেরামতির সিদ্ধান্ত সরকারের।