গুয়াহাটি: পুরভোটে বিপুল জয় নিশ্চিত হতেই কামাখ্যা মন্দিরে পুজো দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার কলকাতা পুরভোটের ফলাফল (KMC Election Result 2021) বেরিয়েছে। তাতে ১৩৪টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল। তাতেই গুয়াহাটি পৌছেই শক্তিপীঠে (Kamakhya Temple) পুজো নিবেদন করেন মমতা। আগামী দিনে মানুষের জন্য আরও বেশি করে কাজ করবেন বলে জানান তিনি। একই সঙ্গে জানিয়ে দেন, বাংলা এবং কলকাতাই আগামী দিনে গোটা দেশকে পথ দেখাবে। বৃহস্পতিবার পুরবোর্ড নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ত্রিপুরা, মেঘালয় এবং গোয়ার পর অসমেও (TMC in Assam) শিকড় বিস্তারে উদ্যোগী হয়েছে তৃণমূল। তার নীল নকশা প্রস্তুতেই মঙ্গলবার গুয়াহাটিকে পা রাখেন। কিন্তু কলকাতায় ভোটের ফলাফল কোন দিকে এগোচ্ছে, সে দিকে আগাগোড়া নজর ছিল তাঁর।
তাই জয়ের খবর নিশ্চিত হতেই গুয়াহাটিতে নেমে সটান কামাখ্যা মন্দিরে হাজির হন মমতা। সেখানে পুজো দিয়ে, প্রার্থনা সেরে তবেই বেরোন। তার পর বগলামুখী মন্দিরেও পুজো দেন। কলকাতার ফলাফল নিয়ে প্রশ্ন করলে মমতা বলেন, “গণ উৎসবে গণতন্ত্রের জয় হয়েছে। আগামী দিনে মানুষের জন্য আরও বেশি কাজ করব আমরা। ”
রবিবার ভোটের দিন শহরের এদিক ওদিক থেকে হিংসার খবর উঠে এলেও, মমতা জানিয়েছিলেন, গণতন্ত্রের উৎসবে সানন্দে অংশ নিচ্ছেন সাধারণ মানুষ। জিততে পারবে না জেনে হিংসার অভিযোগ এনে নাটক করছে বিরোধীরা। এ দিন জয়ের পরও বিরোধীদের কটাক্ষ করতে দেখা যায় মমতাকে। তিনি বলেন, “সিপিএম নোপাত্তা, বিজেপি ভোকাট্টা।”
আরও পড়ুন: Mamata Banerjee: উৎসবের মতো নির্বাচন হয়েছে, মাথা নত করে কাজ করে যাব: মমতা বন্দ্যোপাধ্যায়
তবে ভোকাট্টা না হলেও, পুরভোটের ফলাফলে বিজেপি-র (BJP) উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ৭ থেকে কমে ৩-এ এসে ঠেকেছে বিজেপি। হিংসা করিয়ে তৃণমূল ভোট লুঠ করেছে বলে যদিও অভিযোগ গেরুয়া শিবিরের। কিন্তু দলের অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছে যে, দলের নেতারা মানুষের কাছে পৌঁছতে পারেননি। বরং দলের প্রতি মানুষের অসন্তোষ বেড়েছে বই কমেনি। তাতেই তৃণমূল ভোট পেয়েছে।
এমনকি বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর বাম-কংগ্রেসও (CPM and Congress) যে ২টি করে আসন পেয়ে গিয়েছে, তা-ও বিজেপি-র প্রতি মানুষের অসন্তোষের প্রতিফলন বলে মনে করছেন অনেকেই।