কলকাতা: কেন্দ্রীয় বাহিনী প্রশ্নে রাজভবনের উল্টো সুর রাজ্য নির্বাচন কমিশনের। কলকাতা পুরভোটে (kmc) আপাতত দরকার নেই কেন্দ্রীয় বাহিনীর। রাজভবনকে (state election commission) জানিয়ে দিলেন রাজ্য নির্বাচন কমিশনার। রাজ্য প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে। পুলিশ (police) মোতায়েনের ফর্মুলায় আশ্বস্ত কমিশন। সেক্ষেত্রে কলকাতা ও রাজ্য পুলিশ দিয়ে পুরভোট করাতে সমস্যা নেই। কমিশন সিদ্ধান্ত জানিয়ে দিল রাজভবনকে। 


এদিকে,


রায়গঞ্জের কর্ণজোড়ায় প্রশাসনিক বৈঠক থেকে একাধিক প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দুয়ারে সরকারের দ্বিতীয় পর্বের ঘোষণা করলেন মমতা। তিনি এদিন জানান যে, দুয়ারে সরকারের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। নতুন বছর থেকেই শুরু হবে এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়।               


 


কী কী ঘোষণা করেছেন মমতা? 



  • দুই দিনাজপুরে ৩৮টি প্রকল্পের শিলান্যাস, 

  • উত্তর দিনাজপুরে ১৫টি প্রকল্পের শিলান্যাস, 

  • দক্ষিণ দিনাজপুরে ২৩টি প্রকল্পের শিলান্যাস, 

  • রাস্তা-সেতু নির্মাণে খরচ হবে কয়েক কোটি টাকা, 

  • গতবার দুয়ারে সরকার প্রকল্পে ৩ কোটির বেশি মানুষ সুবিধা পেয়েছেন, 

  • দুয়ারে সরকারের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। পয়লা জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত আবার ২০ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে দুয়ারে সরকার,

  • আরও দুই প্রকল্প যথাক্রমে- মৎসজীবী কার্ড ও আর্টিসান কার্ড চালু হচ্ছে

  • বিধায়কদের বলছি, সাধারণ মানুষের পাশে দাঁড়ান,

  • আগামী দু'বছর টাকা চাইবেন না। বিধায়করা নিজেরা হাতে ধরে কাজ করবেন।          


প্রসঙ্গত, তিনদিনের জেলা সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই ট্রেনে মালদহে পৌঁছন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার রায়গঞ্জে প্রশাসনিক বৈঠক করেন তিনি। মালদহ থেকে সড়কপথে রায়গঞ্জ যান। কর্ণজোড়ায় উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক বৈঠক করেন তিনি।  


আরও পড়ুন: অজানা প্রাণীর পায়ের ছাপ, পাশে রক্তের দাগও! ভালুক-আতঙ্ক জলপাইগুড়ির তিস্তা উদ্যানে