সত্যজিৎ বৈদ্য, কলকাতা: বিএসএনএলের কেওয়াইসি নথি চেয়ে প্রবীণকে ফোন। অনলাইনে নথি পাঠাতে মোবাইলে অ্যাপ ইনস্টল করার নির্দেশ। অ্যাপ ইনস্টলের পরেই গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উনিশ লক্ষ টাকার বেশি গায়েব! তাও আবার ওটিপি শেয়ার না করেই! চাঞ্চল্যকর অভিযোগ কলকাতার বড়তলা থানা এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।


বিএসএনএল সিমের কেওয়াইসি আপডেট করতে হবে। মোবাইলে একটা অ্যাপ ইনস্টল করুন। বাকিটা আমরাই করে দেব। আপনি শুধু ফোনে থাকুন। ওপার থেকে এল একটা ফোন! আর তারপরই গায়েব ১৯ লক্ষ টাকা! অভিযোগ, গত শুক্রবার দুপুরে একটি ফোন আসে কলকাতার বড়তলা এলাকার বাসিন্দা ছিয়াত্তর বছরের বিভূতি বন্দ্যোপাধ্যায়ের কাছে। ফোনের ওপারে থাকা ব্যক্তির পরামর্শ মতো নিজের মোবাইলে ওই অ্যাপ ইনস্টল করেন তিনি। অভিযোগ, অ্যাপ ইনস্টল হতেই তাঁর ফোনের নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে চলে যায়। আসতে থাকে একের পর এক ওটিপি। অভিযোগ, ওটিপি শেয়ার না করা সত্ত্বেও, ফোনে ঢুকতে থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার একের পর এক মেসেজ। দুপুর থেকে রাত ১২টা পর্যন্ত চলতে থাকে এই ঘটনা। অভিযোগ, ফোনে প্রবীণকে আশ্বাস দেওয়া হয়, এসবই হল কুকিজ। তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই।








 


 


পরের দিন শনিবার একই ফোন নম্বর থেকে তাঁর কেওয়াইসি আপডেট করে দেওয়া হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়। বিভূতি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সোমবার ব্যাঙ্ক অফ বরোদার শাখা অফিসে পাশবই আপডেট করাতে গিয়ে তিনি দেখেন, ১৯ লক্ষ টাকার বেশি গায়েব হয়ে গিয়েছে তাঁর অ্যাকাউন্ট থেকে। অভিযোগকারী বিভূতি বন্দ্যোপাধ্যায় বলেন, 'কোনও ওটিপি শেয়ার করতে হয়নি। অথচ অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা গায়েব।' বড়তলা থানায় অভিযোগ দায়ের করেছেন প্রবীণ। লালবাজারের ব্যাঙ্ক জালিয়াতি শাখাতেও বিষয়টি জানানো হয়েছে। তদন্ত চলছে।