সৌভিক মজুমদার, কলকাতা: গ্রেফতারের পরেই ভবানীপুরকাণ্ডে ধৃত ৮ অভিযুক্তের জামিন মঞ্জুর করা হল। এদিন ৮ অভিযুক্তের জামিন মঞ্জুর করে আদালত।
এর আগে, ভবানীপুরে শেষদিনের প্রচারে তৃণমূল ও বিজেপির গন্ডগোলের জেরে স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করে ভবানীপুর থানা।
পুলিশের দাবি, দু’তরফ থেকে লিখিত কোনও অভিযোগ দায়ের হয়নি। তাই পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে। বেআইনি জমায়েত, হুমকি ও মারধরের একাধিক ধারায় রুজু হয় মামলা। ঘটনায় ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।
লালবাজার সূত্রে খবর, ভবানীপুরের উপনির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আজ বিকেলে ভবানীপুর বিধানসভা এলাকার ৯টি থানার ওসিদের সঙ্গে বৈঠক করবেন কলকাতার পুলিশ কমিশনার।
এদিকে, দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে ভবানীপুর উপনির্বাচনের আগে গন্ডগোল নিয়ে অভিযোগ জানাল বিজেপির এক প্রতিনিধিদল।
বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব, এম এ নকভি, অনুরাগ ঠাকুররা নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন। বৈঠক সেরে বেরিয়ে ভূপেন্দ্র যাদব জানান, যাতে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন, তার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন তাঁরা।
সেইসঙ্গে তিনি জানান, ভবানীপুরে শেষদিনের প্রচারে যে গন্ডগোল হয়েছে, তার ভিডিও ফুটেজও তাঁরা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন।
অন্যদিকে, ভবানীপুরে উপনির্বাচন করাতে কোনও বাধা নেই। এদিনই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। নির্দিষ্ট সূচি মেনে ভোট, জানালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল।
তবে, মুখ্যসচিবের বিরুদ্ধে কড়া পর্যবেক্ষণ করেছে উচ্চ আদালত। তিনি (মুখ্যসচিব) একজন পাবলিক সার্ভেন্টের চেয়েও বেশি করে নিজেকে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের ভৃত্য হিসাবে দেখাতে চেয়েছেন, পর্যবেক্ষণ হাইকোর্টের।
ভবানীপুরে উপ নির্বাচন না হলে সাংবিধানিক সঙ্কট হবে, বলেছেন মুখ্যসচিব। একজন প্রার্থী ভোটে জিতলে বা হারলে কী ধরনের সাংবিধানিক সঙ্কট হয়? সেটা মুখ্যসচিব স্পষ্ট করে বলেননি, কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের।
মুখ্যসচিব কী করে জানলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে লড়বেন? তিনি তো কোনও দলের মুখপাত্র বা রিটার্নিং অফিসার নন। যিনি না জিতলে সাংবিধানিক সঙ্কট হবে, তাঁর জেতা নিশ্চিত করা মুখ্যসচিবের কাজ নয়। পর্যবেক্ষণ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির।
আরও পড়ুন: ভবানীপুরে শেষদিনের প্রচারে গণ্ডগোলের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের, গ্রেফতার ৮
আরও পড়ুন: নির্দিষ্ট সূচি মেনেই হবে ভবানীপুরের উপনির্বাচন, জানিয়ে দিল হাইকোর্ট