সঞ্চয়ন মিত্র, কলকাতা : মায়ের হাতে মায়ের আবাহন। এই ভাবনায় ভর করেই এবার শারদ-উত্‍সবের আয়োজন করতে চলেছে কলকাতার ৬৬ পল্লি।এবারের দুর্গাপুজোয়, ৬৬ পল্লির মূল আকর্ষণ মহিলা পুরোহিত। পৌরহিত্য করবেন ৪ মহিলা। জোর কদমে চলছে তারই প্রস্তুতি পর্ব। এতদিন মহিলারা দুর্গা পুজো পরিচালনা করেছেন। থিম বানিয়েছেন। ঢাক বাজিয়েছেন। কিন্তু সেভাবে পৌরহিত্য করতে দেখা যায়নি মহিলা পুরোহিতদের। এই দৃশ্যই এবার দেখা যাবে ৬৬ পল্লির মণ্ডপে। কলকাতায় দুর্গাপুজোর ইতিহাসে এই প্রথম যেমনটা হতে চলেছে। উদ্যোক্তাদের বিশ্বাস, শুধু প্রতিমা বা মণ্ডপ নয়, ৬৬ পল্লির পুজোয় দর্শকদের অন্যতম আকর্ষণ হতে চলেছে মহিলাদের পৌরহিত্য।  


‍বিগত কয়েক বছর ধরেই, বিয়ে, গৃহপ্রবেশের মতো অনুষ্ঠানে পৌরহিত্য করছেন নন্দিনী, সেমন্তী, রুমা, পৌলমীরা। শুরুর দিকে মহিলা পুরোহিত হিসেবে পথচলা খুব একটা সহজ না হলেও সমস্ত বাধা কাটিয়ে নিজেদের প্রতিষ্টিত করেছেন তাঁরা। আর এবার ৬৬ পল্লির দুর্গাপুজোয়, পৌরহিত্য করবেন তাঁরা। জোর কদমে চলছে তারই প্রস্তুতি পর্ব। যে প্রসঙ্গে গবেষক ও পুরোহিত নন্দিনী ভৌমিক বলেছেন, 'যেহেতু বারোয়ারি পুজো, তাই সবাইকে নিয়ে চলার বিষয়টা মাথায় রাখছি।' এদিকে, ৬৬ পল্লির পুজো উদ্যোক্তা প্রদ্যুম্ন মুখোপাধ্যায় বলেছেন, 'প্রথা ভাঙত চাইনা। কিন্তু চাই যে, পুরুষদের পাশে মহিলারাও এসে দাঁড়ান।' ইতিমধ্যেই, পুরোহিত দর্পণ, দেবী পুরাণ, বৃহত্‍ নান্দিকেশ্বর পুরাণ, কালিকাপুরাণ ঘেঁটে ফেলেছেন তাঁরা। পুজোয় মন্ত্রোচ্চারণের সঙ্গে যুক্ত হবে সঙ্গীতের সুর। চলছে তারও প্রস্তুতি। 


করোনাকালে সিনেমাহলের দরজা বন্ধ হওয়ার ঠিক আগে গতবছর সেলুলয়েডের পর্দায় এসেছিল অবশ্য ফুটে উঠেছিল মহিলা পুরোহিতের পুজো করার দৃশ্য। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালনায় 'বহ্মা জানেন গোপন কম্মোটি' সিনেমায় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে দেখা গিয়েছিল রিল-মাধ্যমে মহিলা পুরোহিতের পুজো করার দৃশ্য ফুটিয়ে তুলতে। এবার রিয়েল লাইফে সেই দৃশ্যকে বাস্তবে রূপ দিতে চলেছে ৬৬ পল্লির দুর্গাপুজো।