ময়ুখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: সিমবক্সের মাধ্যমে প্রতারণার কারবার চালানোর অভিযোগে গ্রেফতার আরও এক অভিযুক্ত। বরানগর থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। দিন দুয়েক আগে কসবা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতকে জেরা করেই বরানগরের অভিযুক্তর খোঁজ মেলে বলে পুলিশ সূত্রে দাবি।
বরানগরে কলকাতা পুলিশের STF এর হানা। সিমবক্সকাণ্ডে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সিমবক্সের মাধ্যমে আন্তর্জাতিক কলকে GSM কলে পরিবর্তন করার ছক! সক্রিয় প্রতারণা চক্রের জাল! এক জেলা থেকে অন্য জেলায় পরের পর STF এর অভিযানে গ্রেফতার একাধিক অভিযুক্ত। উদ্ধার প্রচুর সিমবক্স, সিমকার্ড, রাউটার সহ নানা সরঞ্জাম।
পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার কসবার সুইনহো লেন থেকে অমিত গুপ্ত নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় ৩টি সিমবক্স সহ প্রচুর সরঞ্জাম। অমিতকে জেরা করেই বরানগরের বাসিন্দা অভিযুক্তর খোঁজ মেলে। পুলিশ সূত্রে খবর, অমিত ধরা পড়ার পরেই সতর্ক হয়ে যান বরানগরের ময়রাডাঙা রোডের বাসিন্দা প্রীতম দত্ত। STF আসার আগেই তিনি কয়েকটি সিমবক্স নষ্ট করে দেন। সিমবক্সকাণ্ডে ধৃত অমিতের সঙ্গী ছিলেন প্রীতম।
কিন্তু প্রশ্ন হল, শুধুই কি কলের খরচ কম করে প্রতারণা করাই উদ্দেশ্যে? না কি, জঙ্গি কার্যকলাপের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে সিমবক্স? কারা এর টাকা ও প্রযুক্তি জোগাচ্ছে? কেন জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে এই চক্র? এ সবই তদন্ত করে দেখছে STF।
উল্লেখ্য, আজই ঘুমন্ত ছেলেকে কাটারির কোপে ছেলেকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। বাঁশদ্রোণীর ঘটনায় মাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা রুজু হয়েছে।
আরও পড়ুন: বাড়িতে ঢুকে গাড়ি ভাঙচুর, বাধা দেওয়ায় ৭০ বছরের বৃদ্ধার মাথায় রডের আঘাত
আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ পরিণত হবে গভীর নিম্নচাপে, জারি হাই অ্যালার্ট