হিন্দোল দে, কলকাতা: টাকা পয়সা, গয়না ছিনতাইয়ের ঘটনা ঘটেই থাকে। কিন্তু আস্ত ট্যাক্সি ছিনতাইয়ের ঘটনায় অবাক হচ্ছে শহরবাসী। পঞ্চসায়র এলাকায় যাত্রী সেজে ট্যাক্সি ছিনতাইয়ের চেষ্টা। শুধু তাই নয় চালককেও মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পঞ্চসায়র থানার পুলিশ। 


চালকের দাবি, বৃহস্পতিবার রাতে পঞ্চসায়রের শহিদ স্মৃতি কলোনিতে যাওয়ার কথা বলে চেতলা থেকে ট্যাক্সিতে ওঠেন চার যাত্রী। অভিযোগ, গন্তব্যে পৌঁছনোর পর চালক ভাড়া চাওয়ায় শুরু হয় মারধর। এরপর চালকের মাথায় আঘাত করে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে চার যুবক। স্থানীয়দের তত্পরতায় তার আগেই অভিযুক্তদের ধরে ফেলে পুলিশ। 


এক সপ্তাহ আগেই চলন্ত বাস থেকে মহিলার মোবাইল ফোন ছিনতাইয়ের একটি ঘটনা ঘটে। ফোন ছিনতাই করে ট্যাক্সিতে চড়ে পালাচ্ছিল যুবক। অভিযুক্তকে ধাওয়া করে ধরে ফেলল ট্রাফিক পুলিশ। মাঠের আল ধরে ২ কিলোমিটার ছুটে পালানোর চেষ্টা করে দুষ্কৃতী। পিছনে ধাওয়া করে ওই দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। বাসন্তী হাইওয়েতে রুদ্ধশ্বাস থ্রিলারের সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা।


এদিকে, মেট্রো রেল সূত্রে খবর, সমস্ত পুরনো নন এসি রেকগুলিকে এবার বাদ দেওয়া হবে। ২০২১ সালেই প্রথাগতভাবে বিদায় নিচ্ছে মেট্রোর সমস্ত নন এসি রেক। মেট্রো রেলসূত্রে খবর, ২৪ অক্টোবর কলকাতা মেট্রোর জন্মদিন। সেই দিনেই আনুষ্ঠানিকভাবে 'ফেয়ারওয়েল' জানানো হবে কলকাতা মেট্রোর সমস্ত নন এসি রেককে। শহরের ক্রমাগত পরিবর্তন, নাগরিকদের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতেই এই সিদ্ধান্ত।


যাত্রীরা এসি রেকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। মেট্রো রেল সূত্রে খবর, এই মুহূর্তে কলকাতা মেট্রোর হাতে মোট ২৭টি এসি রেক আছে। দিনভর চালানোর জন্য সেটাই যথেষ্ট বলে জানা গেছে। ফলে প্রয়োজন ফুরিয়েছে নন এসি রেকের। কলকাতা মেট্রোর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ জানিয়েছেন, 'কলকাতা মেট্রোর জন্মদিনের দিন ছোট্ট অনুষ্ঠান করে বিদায় জানানো হবে নন এসি রেকগুলিকে।'