ময়ূখ ঠাকুর চক্রবর্তী, বেহালা: শহরে বেনজির ঘটনা। বেহালারা সরশুনায় বাবার বিরুদ্ধে ছেলেকে গুলি করার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মহানগরে। এলাকাবাসীর অভিযোগ, বৃহস্পতিবার রাতে সরশুনার বাসিন্দা অবসরপ্রাপ্ত ওই সেনাকর্মী মত্ত অবস্থায় তাঁর ছেলেকে লক্ষ্য করে নিজের লাইসেন্সড আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালান।                


এই ঘটনায় গুরুতর আহত হন ছেলে। তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। অবসরপ্রাপ্ত ওই সেনাকর্মীকে আটক করেছে সরশুনা থানার পুলিশ। তিনি কী কারণে গুলি চালালেন, তা খতিয়ে দেখছে পুলিশ।          


এদিকে, নিউ আলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার। রজনী মুখার্জি রোডে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর। এরপর তড়িঘড়ি ওই মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।            


আরও পড়ুন, এবার দেরিতে বর্ষা বিদায়, স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি কলকাতায়


গত ২৪ সেপ্টেম্বর বিদ্যুখস্পৃষ্ট হয়ে প্রাণ হারান কোচবিহারের এক বাসিন্দা। বিদ্যুতের কাজ করতে এসে এভাবে প্রাণ হারাবেন, তা ভাবনার অতীত ছিল বিদ্যুৎকর্মীর। আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মাথাভাঙায়। গত শুক্রবার সন্ধ্যায় একটি বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির বলে জানা যায়। মৃত ব্যক্তির নাম মানস তালুকদার। বয়স ৪৭ বছর। তিনি মাথাভাঙ্গা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকা জুড়ে। 


স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে বিদ্যুৎকর্মী হিসেবে কাজ করতেন। তবে আজ ১ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনার পর স্থানীয়রা তাঁকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।