প্রকাশ সিনহা, আশাবুল হোসেন ও দীপক ঘোষ, কলকাতা: আইকোর চিটফান্ড মামলায় মানস ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। খাদ্য ভবনে গিয়ে পৌনে ২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। যা জানতে চাওয়া হয়, বলেছি, দাবি মন্ত্রীর। আরও অনেক বিষয়েই তদন্ত হওয়া উচিত ছিল, দাবি দিলীপ ঘোষের। 


১ সপ্তাহের মাথায় দ্বিতীয় মন্ত্রীর বায়ান রেকর্ড। ফের অফিসে গিয়ে বয়ান রেকর্ড করল সিবিআই। চিটফান্ড সংস্থা আইকোরের তদন্তে, এবার জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইয়াকে প্রায় পৌনে ২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল তারা।


আইকোর মামলায় আজ সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল মানস ভুঁইয়ার। আজ বেলা ১২টার পর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে মানস ভুঁইয়াকে হাজিরা দিতে বলা হয়। 


কিন্তু, সকালেই তিনি জানিয়ে দেন, আজ তিনি হাজিরা দিচ্ছেন না। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, নিজের বিধানসভা এলাকা জলমগ্ন। তাই তদারকিতে ব্যস্ত থাকায় যেতে পারছেন না বলে সিবিআইকে জানিয়েছেন সবংয়ের বিধায়ক। 


সূত্রের খবর, এরপর এদিন দুপুর ২টো নাগাদ নিউ মার্কেটে খাদ্য ভবনে পৌঁছে যান সিবিআ.ই অফিসাররা। প্রায় পৌনে ৪টে পর্যন্ত চলে প্রশ্নোত্তর পর্ব।


গত সোমবারই, আইকোর চিটফান্ডকাণ্ডের তদন্তে তৃণমূল মহাসচিব তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রায় ২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। 


সিবিআই সূত্রে দাবি, সম্প্রতি একটি ভিডিও তাদের হাতে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, আইকোরের অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখছেন মানস ভুঁইয়া। সিবিআইয়ের দাবি, বেআইনি অর্থলগ্নি সংস্থার অনুষ্ঠানে উপস্থিতির কারণ জানতেই বিধায়ককে প্রশ্ন করা হয় বলে সিবিআইয়ের দাবি।  


সূত্রের খবর, এদিন ছবি দেখিয়ে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের জলসম্পদমন্ত্রীর কাছে সিবিআই জানতে চায়, কেন আইকোরের অনুষ্ঠানে গেছিলেন তিনি? কেন বক্তৃতা দিয়েছিলেন? আইকোরের সঙ্গে কি কখনও তাঁর কোনও আর্থিক লেনদেন হয়েছিল? 


আইকোরের তদন্তে, গত মঙ্গলবার, শিল্পসদনে গিয়ে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। করা হয় তাঁর বয়ান রেকর্ড। ঠিক একসপ্তাহের মাথায়, তৃণমূল সরকারের আরেক মন্ত্রীকে তাঁর দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হল। 


এর আগে, বিধানসভা ভোটের ঠিক আগে, আইকোর মামলায় মানস ভুঁইয়াকে হাজিরার নোটিস পাঠায় আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এবার তলব করল সিবিআই। যদিও এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি রাজ্যের বিধায়ক তথা জলসম্পদ উন্নয়নমন্ত্রী। 


যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।  মানস ভুঁইয়াকে আক্রমণ করতে গিয়ে পাল্টা তাঁর স্বপ্নের কেলেঘাই-কপালেশ্বরী প্রকল্পের প্রসঙ্গ টেনে, দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিজেপি।


সিবিআই সূত্রে খবর, মানস ভুঁইয়ার বয়ানের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় ও এই মামলার অন্যান্য সাক্ষীদের বয়ান মিলিয়ে দেখা হবে। সিবিআইয়ের দাবি, বাজার থেকে বেআইনিভাবে প্রায় ৩ হাজার কোটি টাকা তুলেছিল আইকোর। গত বছর এই মামলাতেই জেলবন্দী থাকা অবস্থায় ওড়িশার ঝারপড়া জেলে মৃত্যু হয় আইকোরের কর্ণধার অনুকূল মাইতির। 


আরও পড়ুন: আইকোর মামলায় এবার মানস ভুঁইয়াকে তলব করল সিবিআই


আরও পড়ুন: আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে শিল্পসদনে CBI