কলকাতা : পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) জিজ্ঞাসাবাদ করতে শিল্পসদনে পৌঁছলো সিবিআই টিম সিবিআই (CBI) টিম । 



আজই আইকোর মামলায় হাজিরা দিতে সিবিআই দফতরে যাওয়ার কথা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। সূত্রের খবর, সিবিআই-কে লেখা চিঠিতে তৃণমূলের মহাসচিব জানান, 'তিনি প্রবীণ নাগরিক। তাছাড়া তিনি বর্তমানে নির্বাচনের কাজে ব্যস্ত আছেন। পারলে সিবিআই অফিসাররা তাঁর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন।'

আইকোর মামলায় আজ তৃণমূলের মহাসচিবকে তলব করে সিবিআই। তাদের দাবি, আইকোরের অনুষ্ঠান মঞ্চে দেখা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। বেআইনি অর্থলগ্নি সংস্থার অনুষ্ঠানে কী কারণে উপস্থিতি, তা জানতেই তাঁকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। এর আগেও আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। বিধানসভা ভোটের প্রচারে ব্যস্ত আছেন বলে জানিয়ে সেই সময় হাজিরা দেননি তৃণমূলের মহাসচিব। আইকোর মামলায় ইডি-ও তলব করে পার্থ চট্টোপাধ্যায়কে।


গত এপ্রিল মাসে,  আইকোর মামলায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব করে আরেক কেন্দ্রীয় সংস্থা ইডি। সেই সঙ্গে তলব করা হয় তৃণমূলের বিদায়ী কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকেও। তার কয়েকদিন আগেই, আইকোর মামলার তদন্তভার হাতে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তে নেমে ইডি জানতে পারে, আইকোর কর্তার সঙ্গে সুসম্পর্ক ছিল তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিদায়ী কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর। নাকতলা উদয়ন সঙ্ঘের দুর্গাপুজো একাধিকবার স্পনসর করেছে চিটফান্ড সংস্থা আইকোর। শুধু তাই নয়, ইডি সূত্রে দাবি, একটি ভিডিওয় দেখা গেছে, আইকোরের অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখেন পার্থ চট্টোপাধ্যায়। তবে কি আইকোরের সঙ্গে কখনও কোনও লেনদেন হয়েছিল তৃণমূল মহাসচিবের? কোনও চুক্তি হয়েছিল নাকতলা উদয়ন সঙ্ঘের গুরুত্বপূর্ণ পদে থাকা তৃণমূলের বিদায়ী কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর? এই প্রশ্নের উত্তর পেতেই তলব করা হয় বলে ইডি সূত্রে দাবি।  ভোট শুরু হওয়ার মুখে, আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। প্রচারে ব্যস্ত আছেন বলে জানিয়ে, তখন হাজিরা দেননি বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক।