কলকাতা : ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট। বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। ১৯ ডিসেম্বর ভোট হবে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে। করোনা পরিস্থিতিতে উপনির্বাচনের পর আবার পুরভোট। অতিমারীর কথা ভাবে কী নিয়ম মেনে চলতে হবে, তা সাংবাদিক বৈঠকেই জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। বলা হল -
- করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সন্ধে ৭ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত বড় জনসভা করা যাবে না।
- সায়লেন্স পিরিয়ড হবে ভোটের ৭২ ঘণ্টা আগের থেকে।
- ছোট মিটিংয়ে জোর
- বড় মিটিং করতে গেলে বড় জায়গায় করতে হবে ।
- জেলাশাসক ও পুলিশ অথরিটি নজর রাখবে।
- মনোনয়ন জমা দিতে প্রার্থীর সঙ্গে যেতে পারবেন ২ জন।
- অনলাইনে মনোনয়ন জমা করা যাবে না।
- ডোর টু ডোর প্রচারে যেতে পারবেন সর্বাধিক ৫ জন।
- সন্ধে ৭ থেকে সকাল ১০ পর্যন্ত করা যাবে না বড় জনসভা।
- চালু হল ইলেকশন গ্রিভান্স ম্যানেজমেন্ট সিস্টেম।
- অভিযোগকারীরা ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন ।
- করোনা পরিস্থিতিতে উপনির্বাচন করানোর ক্ষেত্রে ইলেকশন কমিশন যে নিয়ম জারি করেছিল, সেই নিয়মেই হবে পুরভোট।
আরও পড়ুন:
বিএসএফের এক্তিয়ার-বৃদ্ধির প্রতিবাদে কলকাতা হাইকোর্টে মামলা
সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ। - আজ থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু।
- ১ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২ ডিসেম্বর স্ক্রুটিনি শুরু।
- মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর।
- আজ থেকেই জারি আদর্শ আচরণবিধি।
- ২২ ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
হাওড়ার ক্ষেত্রে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। কারণ, ইতিমধ্যেই হাওড়া পুরসভা থেকে বালির ১৬টি ওয়ার্ডকে আলাদা করে নতুন পুরসভা করা হয়েছে।এই নিয়ে রাজ্য বিধানসভায় একটি সংশোধনী বিল পাস হয়েছে। এখনও তাতে সই করেননি রাজ্যপাল! রাজ্য সরকারের কাছে আরও তথ্য চেয়ে ফের বিল ফেরান রাজ্যপাল। ট্যুইট করে, সংশোধনী বিলে ১৮টি আপত্তির কথা জানিয়েন তিনি! সূত্রের খবর, রাজ্যপাল সই করলে, তারপরই হবে গেজেট নোটিফিকেশন। তারপর, সরকারের তরফে এলাকা পুনর্বিন্যাস করার কথা। স্বাভাবিকভাবে, হাওড়া পুরসভার ভোট ১৯ ডিসেম্বর হচ্ছে কি না, তা নিয়ে জটিলতা রয়েই গেল।