হিন্দোল দে, উজ্জ্বল মুখোপাধ্যায় এবং ঋত্বিক প্রধান, কলকাতা: সামনেই পুরভোট (Civic polls)। তার আগে দমদমে (Dumdum) খোলা ম্যানহোলে পড়ে ব্যক্তির মৃত্যু ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। লন্ডনে (London) কি এইভাবে কারও মৃত্যু হয়? খোঁচা বিজেপির (BJP) রাজ্য সভাপতির। পুরসভা ঘুষের আখড়া, গোটা রাজ্যটাই ম্যানহোল। কটাক্ষ কংগ্রেস (Congress)-সিপিএমের (CPIM)। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও (TMC)।
শুক্রবার রাতে এই খোলা ম্যানহোলে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে দমদমের বাসিন্দা ৫১ বছরের রঞ্জন সাহার (Ranjan Saha)। মৃতের স্ত্রী সোমা সাহার অভিযোগ, "ম্যানহোল বন্ধ থাকলে স্বামীর এই ক্ষতি ছিল না। সংসার চালানোর লোকটা চলে গেছে।" এদিকে,মর্মান্তিক এই ঘটনার দায় কার, তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। আর পুরভোটের মুখে, কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের এই ঘটনা, মনে করিয়ে দিচ্ছে দু’দশক আগের কথা।
সালটা ছিল ১৯৯৯। বিধাননগর রোড স্টেশনের কাছে, উল্টোডাঙা রোডে মায়ের সঙ্গে যাচ্ছিল একটি শিশু। তখনই একটি খোলা ম্যানহোলে পড়ে গিয়ে মৃত্যু হয় শিশুটির। গোটা শহরকে নাড়িয়ে দিয়েছিল এই ঘটনা। ১৯৯৯ সালে বামেদের দখলে ছিল কলকাতা পুরসভা। মেয়র ছিলেন প্রশান্ত চট্টোপাধ্যায়। উল্টোডাঙার এই মর্মান্তিক ঘটনার কয়েকমাস পর, ২০০০ সালে কলকাতা পুরসভার ভোট হয়েছিল। সেই নির্বাচনে হেরে বামেদের পুর-বোর্ড পড়ে যায়। তৃণমূলের দাবি, ম্যানহোলে পড়ে শিশুমৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছিলেন, তার জেরেই সাফল্য এসেছিল পুরভোটে।
আরও পড়ুন, রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে করোনা, একদিনে আক্রান্ত ৮৭২
কলকাতা পুরসভার ১৪ নং ওয়ার্ডের তৃণমূল নেতা ও কো-অর্ডিনেটর অমল চক্রবর্তী বলেন, "উত্তাল হয়েছিল, বিক্ষোভ। মুখ্যমন্ত্রী এসেছিলেন। যেহেতু পুরসভার আগে আগে। এই কারণে হার নিশ্চিত প্রশান্ত চট্টোপাধ্যায়। বড় ইস্যু হিসেবে পেয়েছিলাম।" দু’দশক পরে, এখন আরেকটা পুরভোট যখন দোরগোড়ায়, তখন সেই ম্যানহোলে পড়ে মৃত্যু নিয়েই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে বামেরা।
এদিন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "গোটা রাজ্যটাই ম্যানহোল, দায় কার জানি না, কিন্তু দায় তো নিতেই হবে। আমাদের সময় উল্টোডাঙায় হয়েছিল, তখন বর্ষা ছিল। প্রতিবাদ করেছিলাম। তাঁর বাড়িতে গেছিলাম বলেছিলাম, ঠিক হয়নি। কিন্তু ২৫-৩০ বছর পর আবারও কেন হল?" অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "দিদি কলকাতাকে লন্ডন বানাতে গেছিলেন, আমার জানা নেই লন্ডনে কেউ ম্যানহোলে পড়ে মারা যান কি না।"
আরও পড়ুন, কালীপুজোর জলসায় বিজেপি বিধায়কের 'উদ্দাম নাচ', ভাইরাল ভিডিও
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "পুরসভা ঘুষের আখরা। পয়সা খাওয়ার জায়গা, কোনও কাজ করে না, তাই এরকম ঘটনা ঘটে। এই সরকার চূড়ান্ত ব্যর্থ।" ১৯৯৯ সালের আগে, ১৯৯৫ সালেও খিদিরপুরে খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু হয়েছিল একটি শিশুর। ২০১৪-তে গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতলের সামনে একইভাবে প্রাণ হারায় আরও একটি শিশু। বছর গড়িয়েছে অনেক, কিন্তু কলকাতার পরিস্থিতির যে কোনও বদল হয়নি, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শুক্রবারের দমদমের ঘটনা।