রঞ্জিৎ সাউ,কলকাতা : নিউটাউনে ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। এই অভিযোগ গ্রেফতার করা হয়েছে ওই কলেজেরই প্রথম বর্ষের এক ছাত্রকে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রকে গ্রেফতার করল ইকোপার্ক থানার পুলিশ।


পুলিশ সূত্রে খবর, গতকাল কসবা থানা এলাকার বোসপুকুরের এক বাসিন্দা ইকোপার্ক থানায় অভিযোগ করেন যে,  চলতি মাসের গত ২৪ তারিখ তাঁর মেয়েকে (ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্রী) ওই কলেজের প্রথম বর্ষের এক ছাত্র ধর্ষণ করে।  এরপরই অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতা তরুণী। তাঁকে অচৈতন্য অসুস্থ অবস্থায় ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। এখনও চিকিৎসাধীন রয়েছেন প্রথম বর্ষের ছাত্রী ওই তরুণী। এরপরই পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ইকো পার্ক থানার পুলিশ।  গতকাল অভিযুক্ত ছাত্রকে নিউটাউন থেকে গ্রেফতার করা হয়। আজ ধৃতকে বারাসাত আদালতে তোলা হবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই তরুণীপ পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ২৪ তারিখ কী ঘটনা ঘটেছিল, যার জেরে ওই তরুণী অসুস্থ হয়ে পড়েছেন, সে সমস্ত  দিকই খতিয়ে দেখা হবে। 


South 24 Paraganas: হাঁড়িতে শিশুকে নিয়ে হাজির বাবা, হাঁটুজলে পোলিও খাওয়ালেন স্বাস্থ্যকর্মী


উল্লেখ্য, গত জুলাই মাসে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ইঞ্জিনিয়ারিং-এর  এক পড়ুয়া। প্রতিবেশী তরুণীকে ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগ পাওয়ার পর তৎক্ষণাৎ রিজেন্ট পার্ক থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ২০১৯ থেকে অভিযোগকারিনী ও তাঁর পরিবারের সঙ্গে অভিযুক্তর পরিচয় ছিল বলে জানা গেছে। কুঁদঘাটের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন অভিযুক্ত। সেখানেই ওই তরুণীকে ডেকে পাঠিয়ে ফাঁকা ফ্ল্যাটে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়। কথা বলার অছিলায় ডেকে পাঠিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরিবারের লোকজন রিজেন্ট পার্ক থানায় অভিযোগ জানায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।