কলকাতা: মত্ত অবস্থায় মহিলাদের মারধর, শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ। ওই ঘটনা ঘটেছে লেকটাউনের কালিন্দীতে। পুলিশ সূত্রে দাবি, ওই মহিলাকে ক্যাব ধরার জন্য দাঁড়িয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর দু’একজন বান্ধবী। অভিযোগ, ওই মত্ত যুবক কয়েকজন সঙ্গী সহ মহিলাদের রাস্তা আটকে অশালীন মন্তব্য করে। প্রতিবাদ করলে এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এরপর ওই মহিলা লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দমদমের শেঠবাগান এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।  


পশ্চিমবঙ্গে নারীসুরক্ষা নিয়ে রাজনৈতিক তরজার অন্ত নেই। তারই উদাহরণ কালিন্দীর এই ঘটনা। কিছুদিন আগেই দিনে দুপুরে প্রকাশ্য রাজপথে এক মহিলাকে শ্লীলতাহানির হাত থেকে রক্ষা করেছিলেন এক কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট। ঘটনাটি ঘটেছে কলকাতার গিরীশ পার্ক সংলগ্ন এলাকায়। কলকাতা পুলিশের তরফে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করা হয়েছে। ওই পোস্টে বলা হয়েছে, দুপুর সাড়ে ১২ টা নাগাদ বিবেকানন্দ রোড ও চিত্তরঞ্জন এভিনিউ সংলগ্ন এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা। একটি ছেলে বহুক্ষণ ধরেই তাঁর পিছু নেয়। কিছুদূর এগনোর পর তিনি অনুভব করেন, কেউ তাঁকে ফলো করছে। তিনিও গতি বাড়ান। পিছু নেওয়া ব্যক্তির কোনও খারাপ উদ্দেশ্য আছে বুঝলেও, সে যে বিপজ্জনক কিছু করবে তা আন্দাজ করতে পারেননি মহিলা। দিনে দুপুরে কলকাতার রাস্তায় শ্লীলতাহানি করতে পারে কেউ, তা বোঝেননি তিনি। কিন্তু খুবই খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হল তাঁকে। 


পিছু নেওয়া ব্যক্তির নাগালের বাইরে যেতে তড়িঘড়ি অটো ধরেন তরুণী। তখনই ছেলেটি ছুটে এসে তাঁর সঙ্গে অশালীন আচরণের চেষ্টা করে। তখন তিনি সাহায্যের জন্য চিৎকার করে ওঠেন। কাছাকাছিই ছিলেন জোড়াবাগান ট্রাফিক গার্ডের সার্জেন্ট কৌশিক চক্রবর্তী। তিনি ছুটে গিয়ে ছেলেটিকে পাকড়াও করেন। পরে ছেলেটিকে গিরিশ পার্ক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।