সঞ্চায়ন মিত্র, কলকাতা: পুজোর আগে ফের নিম্নচাপের ভ্রুকুটি। উত্তর আন্দামান সাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। অষ্টমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমী ও দশমীতে উপকূলবর্তী জেলা ও কলকাতায় বাড়তে পারে বৃষ্টি। পুজোর শুরুতে বৃষ্টির সম্ভাবনা কম। পুজোয় উত্তরবঙ্গের আকাশ থাকবে পরিষ্কার।


পুজোয় অসুর বৃষ্টি? শরতের আকাশেও বর্ষার মেঘ৷ পুজোর সময় বৃষ্টির ভ্রুকুটি! বৃষ্টি হতে পারে অষ্টমীতে! নবমী ও দশমীতে কলকাতায় বৃষ্টি বাড়বে বলে, পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। চলে যাওয়ার সময় ঘনিয়ে এলেও, এখনও যেতে নাছোড়! ভাবটা যেন, যেতে পারি, কিন্তু কেন যাব?


পুজোতেও পিছু ছাড়ছে না বৃষ্টি! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর আন্দামান সাগরের উপর তৈরি হতে পারে নিম্নচাপ। আর তার জেরে, পুজোর শুরুতে বৃষ্টি না হলেও, অষ্টমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলা ও কলকাতায় নবমী ও দশমীতে বাড়তে পারে বৃষ্টির পরিমান। আবহাওয়া দফতরের পূর্বাভাসে দক্ষিণবঙ্গের মুখ ভার হলেও, 


পুজোর সময় উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, ৬ অক্টোবর থেকে, উত্তর পশ্চিম ভারতে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে, বাংলা থেকে কবে বর্ষা কবে বিদায় নেবে, তা এখনও নিশ্চিত নয়। আর এতেই, সিঁদূরে মেঘ দেখছেন পুজো উদ্যোক্তারা।


আরও পড়ুন: Durga Puja 2021: করোনার জের, চলতি বছর বন্ধ থাকছে ধীবর সমিতির দুর্গাপুজোর সবথেকে বড় আকর্ষণ


আরও পড়ুন: Birbhum Controversy:‘বিশ্বভারতীতে নাকি এত নেশাখোর হয়ে গিয়েছে, ছেলেরা পাতা  না কি খাচ্ছে’, অনুব্রতর মন্তব্য ঘিরে বিতর্ক