কলকাতা: মা উড়ালপুলে ফের চিনা মাঞ্জার ধারে জখম বাইক আরোহী। চিনা মাঞ্জার ধারে কাটল বাইক আরোহীর নাক। পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার সময়ে দুর্ঘটনা। জখম যুবককে নিয়ে যাওয়া হল ন্যাশনাল মেডিক্যাল কলেজে।
মা ফ্লাইওভারের একের পর এক দুর্ঘটনা লেগেই রয়েছে। তাই মারণ মাঞ্জা বিপদ রুখতে মা ফ্লাইওভারের ধারে ফেন্সিং দেওয়ার কাজ শুরু হয়েছে। কাইট স্ট্রিং বেরিয়ার। মারণ মাঞ্জার বিপদ রুখতে, মা ফ্লাইওভারের ওপর শুরু হল, বেষ্টনী দেওয়ার কাজ। সূত্রের খবর, গত ৩ মাসে মা ফ্লাইওভারের ওপর, চিনা মাঞ্জায় জখম হয়েছেন ১২ জন বাইক আরোহী।
কেউ মাঞ্জা সুতোয় জড়িয়ে পিছলে পড়ে যান। কারও নাক মুখ কেটে যায়। গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনা কমাতে, ফ্লাইওভারের দু’দিকে ফেন্সিং দেওয়ার পরিকল্পনা করে KMDA। এর আগে, পরীক্ষামূলকভাবে কিছু অংশে বেরিয়ার দেওয়া হয়। এবার, টেন্ডার ডেকে, শুরু হল ফেন্সিং লাগানোর কাজ। সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসমুখী লেনের বাঁদিক ঘেঁষে, ফ্লাইওভারের ৯০০ মিটারের ধারে, বসানো হচ্ছে বেষ্টনী।
KMDA-র তরফে জানানো হয়েছে , সেতুর পুরোটা ঘিরলেও, তা সেতুর স্বাস্থ্যে সেরকম কোনও প্রভাব ফেলবে না। সূত্রের খবর, এই ফেন্সিং লাগানো নিয়ে, বিস্তর পরীক্ষা নিরীক্ষা করে KMDA-র টেকনিকাল এক্সপার্ট টিম। প্রথমে ঠিক করা হয়, পলি কার্বোনেট শিট দিয়ে ফ্লাইওভারের দুর্ঘটনাপ্রবণ অংশ ঢেকে দেওয়া হবে।
গত ১২ সেপ্টেম্বর মা উড়ালপুলে ব্যারিয়ার লাগানোর কাজ চলাকালীনই চিনা মাঞ্জায় আহত হন খোদ ট্রাফিক সার্জেন্ট। এদিন সকাল সোয়া ৮টা নাগাদ এই ঘটনা ঘটে। স্কুটারে চড়ে কাজে যাচ্ছিলেন পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের সার্জেন্ট রূপম সাহা। আচমকাই চিনা মাঞ্জা তাঁর গলায় জড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে ছুটে আসেন সেখানে মোতায়েন পুলিশ কর্মীরা। ঘাড়ের কাছে কেটে যাওয়ায় তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে।