কলকাতা: ফের মেট্রোয় বিভ্রাট, টালিগঞ্জে একটি রেকে ত্রুটি। যাত্রীদের নামিয়ে সারানো হল ত্রুটিযুক্ত রেক। টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত দক্ষিণেশ্বরগামী মেট্রো চলাচল ব্যাহত হয়েছে বেশ কিছুক্ষণ। ময়দান থেকে কিছু সময়ের জন্য চলছিল দক্ষিণেশ্বরগামী মেট্রো। ব্রিজি রোড থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক ছিল। যদিও কিছুক্ষণ পরে মেট্রো চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়। 

Continues below advertisement

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ময়দান থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মাঝে মেট্রো চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ব্লু লাইনে এই নিয়ে বারবার যান্ত্রিক গোলযোগ দেখা যাচ্ছে। যার ফলে ব্যাহত হচ্ছে মেট্রো পরিষেবা। রবিবার ছুটির দিনে সাধারণ অফিস যাত্রীদের চলাচল না থাকলেও অনেকেই ঘুরতে বেরন। অনেকে শহরাঞ্চল থেকে কলকাতায় ঘুরতে আসেন বিভিন্ন দর্শনীয় স্থানে। তাঁদের একমাত্র যাত্রাপথ হয় মেট্রো। কিন্তু সেই মেট্রো পরিষেবাই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। দু দিন অন্তর অন্তর মেট্রোতে সমস্যা। যান্ত্রিক গোলযোগ। মেট্রোর বিভিন্ন নতুন লাইন শুরু হওয়ার পর থেকে তো অনেক সময় ভিড় এত বেড়ে গিয়েছে যে তা সামাল দিতেও নাস্তানাবুদ হতে হচ্ছে। 

Continues below advertisement

শনিবারও মেট্রোয় সমস্যা দেখা গিয়েছিল। দমদম মেট্রো স্টেশনে সিগন্যাল নিয়ে বিভ্রাট । দীর্ঘক্ষণ সিগন্যালে সমস্যা চলছিল। সেই কারণেই ব্যাহত হয়েছিল মেট্রো চলাচল । দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত ব্যাহত মেট্রো চলাচল। আপ ও ডাউন ২ লাইনেই মেট্রো চলাচল ব্যাহত হচ্ছিল। দুপুরে সমস্যা দেখা দিলেও সন্ধে পর্যন্ত মেরামতি সম্ভব হয়নিসিগন্যালিং সমস্যায় এখনও সব ট্রেন দক্ষিণেশ্বর পর্যন্ত বন্ধ ছিল মেট্রো পরিষেবা। মেট্রো রেল সূত্রে খবর, শনিবার বেলা ১২টা ৫০ মিনিট নাগাদ দমদম স্টেশনে মেট্রোর সিগন্যালে সমস্যার কথা জানা যায় । যে কারণে সাময়িক ভাবে মেট্রো চলাচল ব্যাহত হয়মেরামতির জন্য ঘটনাস্থলে পৌঁছন মেট্রোর ইঞ্জিনিয়ারেরা । কিন্তু রাত আটটা পর্যন্ত খবর যে, মেরামতি এখনও সম্ভব হয়নি। শনিবার বেলার দিকে সমস্যা দেখা দেয় দমদমের সিগন্যাল ব্যবস্থায়দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো টলাচল সাময়িকভাবে পরিষেবা বন্ধ ছিল। যদিও সেই সময় থেকেই নিত্যযাত্রীদের অনেকে অভিযোগ করেন যে, ব্লু লাইনের বাকি অংশেও পরিষেবা পুরোপুরি স্বাভাবিক নয় । নির্ধারিত সময়ে মেট্রো চলাচল করছে না বলেও দাবি করা হয় । বলা হয়, কোনও কোনও স্টেশনে ১০ থেকে ১৫ মিনিট ট্রেন দাঁড়িয়ে থাকছে।