কলকাতা: প্রাইড, প্রেজুডিস অ্যান্ড পন্ডিট্রি। কলকাতায় কংগ্রেস সাংসদ শশী তারুরের লেখা বই প্রকাশ করলেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী (mimi chakraborty)। গত ২৯ নভেম্বর মিমি চক্রবর্তী, নুসরত জাহান (nusrat jahan) সহ কয়েকজন মহিলা সাংসদের সঙ্গে সেলফি তোলেন শশী তারুর (shashi tharoor)। তারপর ট্যুইটারে শশী লেখেন, কে বলে, লোকসভা কাজের জন্য আকর্ষণীয় নয়? তাঁর সেই ট্যুইট নিয়ে বিতর্কও হয়। আজ অবশ্য ওই বিতর্ককে আমলই দেননি তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ। 


কংগ্রেস সাংসদ শশী থারুর কিছুদিন আগেই মহিলা সাংসদের সঙ্গে একটি সেলফি পোস্ট করার জন্য সোশ্যাল মিডিয়ার ট্রোলের মুখোমুখি হয়েছেন। কংগ্রেসের বর্ষীয়ান নেতা ছবিটি পোস্ট করে টুইটারে বলেন যে লোকসভা একটি "কাজ করার জন্য আকর্ষণীয় জায়গা"।   


শশী থারুরের পোস্ট নিয়ে সোশালে তুমুল বিতর্ক হয়। বেশ কয়েকজন রাজনীতিবিদও থারুরকে কটাক্ষ করেছেন। বিজেপি বিধায়ক রাজেশ নগর টুইটারে গিয়ে লোকসভায় মহিলাদের সঙ্গে সেলফি তোলার জন্য শশী থারুরকে নিন্দা করেছেন। রাজেশ নাগর টুইট করেছে বলেছেন, "মিস্টার থারুর, লোকসভা আইন প্রণয়নের জন্য মহিলাদের সঙ্গে সেলফি তোলা এবং তাদের "আকর্ষণীয়" বলার জন্য নয়। আপনি ভবিষ্যতের সাংসদের জন্য একটি ভুল নজির স্থাপন করছেন।”                                                                                 




কিছুদিন আগেই, দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে ফের কংগ্রেসকে (Congress) নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বাংলায় আলাদা লড়াইয়ের প্রসঙ্গ টেনে দ্বিচারিতার অভিযোগ আনলেন। পাল্টা আক্রমণের পথে হেঁটেছে কংগ্রেসও। অভিষেকের বৈঠকে হাজির না হওয়ায় শোকজ করা হচ্ছে মিমি (Mimi Chakraborty)-নুসরতকে (Nnusrat Jahan)।