কলকাতা: জল্পনার অবসান। ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট। বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। ১৯ ডিসেম্বর ভোট হবে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ। আজ থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু। ১ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২ ডিসেম্বর স্ক্রুটিনি শুরু। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর। আজ থেকেই জারি আদর্শ আচরণবিধি। ২২ ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বেলা ১২টায় সাংবাদিক বৈঠক করবে রাজ্য নির্বাচন কমিশন। তবে আজ হাওড়ায় পুরভোটের বিজ্ঞপ্তি জারি হচ্ছে না। ফলে হাওড়ায় পুরভোট নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। 


অন্যদিকে, পুরভোটের বিজ্ঞপ্তি নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করল বিজেপি। দুপুর ১টায় আসতে বলেন প্রধান বিচারপতি। 


উল্লেখ্য, হাইকোর্টে ঝুলে রয়েছে পুরভোটের মামলা। গতকাল সোমবার পর্যন্ত পিছিয়ে গিয়েছে শুনানি। রাজ্যপাল ফের ফিরিয়ে দিয়েছেন হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করার সংশোধনী। এই অবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল কলকাতা-হাওড়ার পুরভোট নিয়ে। সূত্র মারফৎ খবর পাওয়া গিয়েছিল, এই পরিস্থিতিতে আইনি পরামর্শ নেয় রাজ্য নির্বাচন কমিশন। জানা গিয়েছিল যে, ১৯ ডিসেম্বর কলকাতা-হাওড়ার পুরভোট করতে হলে, বৃহস্পতিবারের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে।কারণ, বিজ্ঞপ্তি জারি ও ভোটের দিনের মধ্যে ২৪ দিনের ব্যবধান থাকাই রেওয়াজ।


বুধবার, পুরভোট মামলায় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপির আইনজীবী। তখন, রাজ্য সরকারের আইনজীবী বলেন, পুরভোট করতে দ্রুত শুনানির প্রয়োজন। তখন প্রধান বিচারপতি প্রশ্ন করেন, কেন এই মামলা এত গুরুত্বপূর্ণ?


তখন সরকারি আইনজীবী বলেন, পুরভোট করাতে হবে। তার বিভিন্ন প্রক্রিয়া আছে। সেই জন্য দ্রুত শুনানি প্রয়োজন।দু’পক্ষের বক্তব্য শুনে, মামলা পিছিয়ে দেয় কলকাতা হাইকোর্ট।সোমবার হাইকোর্টে পুরভোট মামলার শুনানি হবে।


অন্যদিকে, হাওড়ার ক্ষেত্রে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।কারণ, ইতিমধ্যেই হাওড়া পুরসভা থেকে বালির ১৬টি ওয়ার্ডকে আলাদা করে নতুন পুরসভা করা হয়েছে। এই নিয়ে রাজ্য বিধানসভায় একটি সংশোধনী বিল পাস হয়েছে।এখনও তাতে সই করেননি রাজ্যপাল। রাজ্য সরকারের কাছে আরও তথ্য চেয়ে, এদিন ফের বিল ফেরালেন রাজ্যপাল। ট্যুইট করে, সংশোধনী বিলে ১৮টি আপত্তির কথা জানিয়েন তিনি।সূত্রের খবর, রাজ্যপাল সই করলে, তারপরই হবে গেজেট নোটিফিকেশন।তারপর, সরকারের তরফে এলাকা পুনর্বিন্যাস করার কথা। স্বাভাবিকভাবে, হাওড়া পুরসভার ভোট ১৯ ডিসেম্বর হওয়ার সম্ভাবনা ক্রমশই ক্ষীন হচ্ছে।


এই অবস্থায়, ১৯ ডিসেম্বর শুধুমাত্র কলকাতার পুরভোট করা যায় কি না, সেই বিষয়েও আলোচনা শুরু হয়।কমিশন সূত্রে দাবি, যেহেতু আদালতের তরফে ভোট করা যাবে না, এরকম কোনও নির্দেশ নেই। তাই ১৯ ডিসেম্বর, কলকাতার ভোট করানোর বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হয়। সেই মতো আজ কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তি জারি করা হল।