পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: আচমকা বদলে যাচ্ছে মোবাইল ফোনের সেটিংস। ডাউনলোড হয়ে যাচ্ছে গেম। নিজে থেকেই বিদেশে চলে যাচ্ছে কল। এরকম নানা কাণ্ড কারখানা ঘটছে কসবার এক ভ্রমণ সংস্থার কর্মীদের মোবাইল ফোনে। কসবা থানায় দায়ের হয়েছে অভিযোগ। কসবা থানার পুলিশ সূত্রে খবর, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।


ভ্রমণ সংস্থার ফোনে ভূতুড়ে কাণ্ড! ফোনে কি স্পাই ওয়ারের হানা? কসবার ওই সংস্থার কর্মীদের দাবি, নিজেদের অফিসের তিনটি নম্বর যে মোবাইল সেটে সেভ করা আছে, সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু পরিবর্তন। আচমকা সেই ফোনের সেটিংস বদলে যাচ্ছে। ডাউনলোড হয়ে যাচ্ছে গেম। ফোনে সেভ করা অফিসের নম্বর থেকে ফোন চলে যাচ্ছে সিঙ্গাপুর, কলম্বিয়ায়। মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে। এই সব ঘটনা ঘটেছে গত ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে। 


সাইবার বিশেষজ্ঞদের সন্দেহ, এটা সাইবার আক্রমণের ঘটনা হতে পারে। তাঁদের পরামর্শ, ‘এই ধরনের বিপদ এড়াতে মোবাইল ফোনে অ্যান্টি ভাইরাস রাখা দরকার। অচেনা নম্বর থেকে মেসেজ বা হোয়াটসঅ্যাপ এলে ডিলিট করে দিন। কোনও লিঙ্কে ক্লিক করবেন না।’


সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত বলেছেন, ‘এটা সাইবার অ্যাটাক। এরপর ব্ল্যাকমেল করতে পারে।  ফোনের কন্ট্রোল নিয়ে নিচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে।’


সম্প্রতি সহজে লোন শোধের টোপ দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, কোন ব্যাঙ্ক বা সংস্থায় গ্রাহকের লোন আছে, তা জেনে নিয়ে অভিনব কায়দায় সাইবার জালিয়াতি করা হচ্ছে। যে প্রতিষ্ঠানে গ্রাহকের লোন রয়েছে, সেই প্রতিষ্ঠানের নাম ভাঁড়িয়ে হোয়াটসঅ্য়াপে পাঠানো হচ্ছে মেসেজ। মেসেজে পরামর্শ দেওয়া হচ্ছে, সহজে লোন শোধ করতে CASHGO নামে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এই মেসেজের সঙ্গে পাঠানো হচ্ছে একটি লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলেই গ্রাহকের মোবাইল চলে যাচ্ছে অদৃশ্য হ্যাকারদের দখলে। নিমেষের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে টাকা। সাধারণ মানুষ যাতে সাইবার জালিয়াতদের ফাঁদে পা না দেন, তার জন্য সতর্ক করেছে কলকাতা পুলিশ।