কলকাতা: পার্ক স্ট্রিটের কাছে ফ্রি স্কুল স্ট্রিটে ফুটপাথ থেকে বাচ্চা চুরির অভিযোগ। ৪ মাসের পুত্র সন্তান চুরি গেছে, পুলিশের কাছে অভিযোগ দায়ের মহিলার। শুক্রবার ভোররাতে বাচ্চা চুরির অভিযোগ। সংলগ্ন এলাকার সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ। 


উল্লেখ্য অগাস্টের শুরুর দিতে চিত্তরঞ্জন সেবাসদন হাসাপাতালে শিশুবদলের অভিযোগ ওঠে। পরিবারকে মৃত সন্তান দেখানো হয় বলে জানায় পরিবার। সেই সন্তান তাঁর নয় বলে দাবি করেন সদ্যোজাতর মায়ের। ন্যায়বিচারের আশায় হাসপাতাল কর্তৃপক্ষ-পুলিশের দ্বারস্থ হয় পরিবার। 


২ অগাস্ট পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন তরুণী। তার ৪ দিন পর পরিবারকে জানানো হয়, মৃত্যু হয়েছে সেই সন্তানের। এই মৃত সন্তানকে ঘিরেই শিশু বদলের অভিযোগ ওঠে চিত্তরঞ্জন সেবাসদন হাসপাতালে। মৃত সন্তান তাঁর নয় বলে দাবি করেন বজবজের এই তরুণী। পরিবারের অভিযোগ, একঝলক দেখানো হয়েছিল সদ্যোজাতকে। তাও তার মাকে দেখানো হয়নি। তাছাড়া, শিশুর দেহও তাঁদের হাতে দেওয়া হয়নি। 


অভিযোগকারী মা পারমি দাস অভিযোগ করেন, 'আমার বাচ্চা বদল করা হয়েছে। জন্মানোর পর চার দিন অন্য জায়গায় বাচ্চা অন্য জায়গায় ছিল। মারা গেছে আমাকে মৃত বাচ্চা দেখানো হয়নি।'


পরিবারের অভিযোগ, মৃত বাচ্চার একটা ছবি তুলে রেখেছিলেন তাঁরা। সেই ছবি দেখেই ওই সন্তান তাঁর নয় বলে সন্দেহ হয় মায়ের। ন্যায়বিচারের আশায়, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের কাছে গেলেও, লাভ হয়নি বলে দাবি  পরিবারের । 


লিখিত অভিযোগ পেলে তদন্তের আশ্বাস দেয় চিত্তরঞ্জন সেবা সদন হাসপাতাল কর্তৃপক্ষ। চিত্তরঞ্জন সেবাসদন হাসপাতাল  প্রিন্সিপাল আশিস মুখোপাধ্যায় জানান, আমাদের কাছে লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ এলে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। অভিযোগ মারাত্মক। লিখিত অভিযোগ পেলে, তদন্তের আশ্বাস দেয় পুলিশও।


আরও পড়ুন: বেহালায় মা-ছেলের খুনে চারদিন পরেও অধরা আততায়ী, সিসি ক্যামেরার ফুটেজ ও কল ডিটেলস থেকেও মেলেনি সূত্র


আরও পড়ুন: Durga Puja 2021 Special: নির্ভয়ে আসুন কুমোরটুলিতে, সিংহভাগ শিল্পী-শ্রমিকদের ভ্যাকসিনেশন সম্পন্ন, পুজোর আগে বার্তা সমিতির