প্রবীর চক্রবর্তী, কলকাতা: খাস কলকাতায় পারিবারিক মন্দিরে চুরির অভিযোগ। বেহালার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের মন্দিরে চুরির অভিযোগ উঠল। আজ সকালে অন্নপূর্ণা মন্দিরের পুরোহিত এসে দেখেন, মন্দিরের বাইরের দরজা ও প্রণামীর বাক্সের তালা ভাঙা। পরিবারের দাবি, খোয়া গেছে  প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা। ঘটনার তদন্তে নেমেছে ঠাকুরপুকুর থানার পুলিশ।


 


সকালে অন্নপূর্ণা মন্দিরের পুরোহিত এসে দেখেন,  মন্দিরের বাইরে দরজার তালা ভাঙা। ভাঙা হয়েছে প্রণামীর বাক্সও। পরিবারের দাবি, সোমবার সকালে নিত্য পুজোর জন্য প্রতিদিনের মতো সকাল ৭টা নাগাদ মন্দিরে আসেন পুরোহিত। মন্দিরে ঢুকতে গিয়েই চক্ষু চড়কগাছ। তিনি দেখেন মন্দিরে ঢোকার দরজা থেকে  প্রণামীর বাক্স। ভাঙা পড়ে রয়েছে একাধিক তালা।


 


যদিও মূল বিগ্রহ যেখানে রাখা থাকে, সেই ফটক ভাঙতে পারেনি চোরেরা।


 


সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সদস্য দেবর্ষি রায়চৌধুরী বলেন, ‘‘১৮৫০-এ মন্দির স্থাপিত, সকালে এসে দেখেন দরজার তালা ভাঙা, ১০-১২ হাজার টাকা খোয়া গেছে ৷’’


 


ঠাকুরপুকুর থানার পুলিশ তদন্ত শুরু করলেও, এখনও কেউ গ্রেফতার হয়নি।