কলকাতা :  কালকের মতো কুয়াশা ঘেরা সকাল নয়। তবে দিন শুরু কিছুটা মেঘলা মুখ নিয়েই। তাপমাত্রার বিশেষ পরিবর্তন হয়নি আজ।  মঙ্গলবার সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম।  আগামী ১ দিনের মধ্যে বৃষ্টি হতে পারে দার্জিলিং-কালিম্পং-এ। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা বলেনি আবহাওয়া দফতর।  কলকাতার আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। বৃহস্পতিবার অবধিই বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে  উত্তরবঙ্গের জেলাতে বৃষ্টি হতে পারে। কেমন যাবে আগামী দিনের আবহাওয়া?  http://imdkolkata.gov.in/ অনুসারে , 

Day সর্বনিম্ন 
তাপমাত্রা
সর্বোচ্চ
তাপমাত্রা
কেমন আবহাওয়া
21-Feb ১৭.0 ২৬.0 আংশিক মেঘলা আকাশ, দিনের শুরুতে কুয়াশা, কোথাও কোথাও
বৃষ্টির সম্ভাবনা 
22-Feb ১৭.0 ২৮.0 মেঘলা আকাশ 
23-Feb ১৯.0 ২৯.0 মূলতঃ পরিস্কার আকাশ 
24-Feb ২০.0 ৩০.0 মূলতঃ পরিস্কার আকাশ 

সোমবার দিন শুরু হয়, কুয়াশার চাদরে গা ঢাকা দিয়ে।  দেখা মেলেনি সূর্যের।  ব্যাহত হয় কলকাতার বিমান পরিষেবা। সোমবার সকালে দৃশ্যমানতা নেমে গিয়েছিল ৫০ মিটারে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কলকাতা থেকে জেলা, সর্বত্র একই ছবি ছিল। সকালে আলো জ্বালিয়ে গাড়ি চলাচল করে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় ঘন কুয়াশার আস্তরণ তৈরি হয়। তবে বেলা বাড়লে আংশিক পরিষ্কার হয়ে যায় আকাশ। আবহাওয়া দফতর সোমবারও জানায়, বৃষ্টির সম্ভাবনা কমই। 


আরও পড়ুন :

'বিজেপি প্রার্থীকে মারধর', কাঠগড়ায় তৃণমূল, পুরভোটের আগে অশান্ত বর্ধমান