কলকাতা : কালকের মতো কুয়াশা ঘেরা সকাল নয়। তবে দিন শুরু কিছুটা মেঘলা মুখ নিয়েই। তাপমাত্রার বিশেষ পরিবর্তন হয়নি আজ। মঙ্গলবার সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম। আগামী ১ দিনের মধ্যে বৃষ্টি হতে পারে দার্জিলিং-কালিম্পং-এ। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা বলেনি আবহাওয়া দফতর। কলকাতার আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। বৃহস্পতিবার অবধিই বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গের জেলাতে বৃষ্টি হতে পারে। কেমন যাবে আগামী দিনের আবহাওয়া? http://imdkolkata.gov.in/ অনুসারে ,
| Day | সর্বনিম্ন তাপমাত্রা | সর্বোচ্চতাপমাত্রা | কেমন আবহাওয়া |
|---|---|---|---|
| 21-Feb | ১৭.0 | ২৬.0 | আংশিক মেঘলা আকাশ, দিনের শুরুতে কুয়াশা, কোথাও কোথাওবৃষ্টির সম্ভাবনা |
| 22-Feb | ১৭.0 | ২৮.0 | মেঘলা আকাশ |
| 23-Feb | ১৯.0 | ২৯.0 | মূলতঃ পরিস্কার আকাশ |
| 24-Feb | ২০.0 | ৩০.0 | মূলতঃ পরিস্কার আকাশ |
আরও পড়ুন :