ময়ুখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার অভিযোগ। পুলিশ সূত্রে খবর, পাকিস্তানের আইপি অ্যাড্রেস ব্যবহার করা প্রথমে হ্যাক করা হয় হোয়াটসঅ্যাপ।
তারপর যাঁর মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয়েছে, তাঁর পরিচিত কাছে অর্থ সাহায্য চাওয়া হয়। অভিযোগ, এইভাবে হাতিয়ে নেওয়া হয় ৬ লক্ষ টাকা। মধ্যপ্রদেশের ইন্দৌর থেকে গ্রেফতার ২ অভিযুক্ত।
পাকিস্তানের আই পি অ্যাড্রেস ব্যবহার করে কলকাতার বাসিন্দার হোয়াটস অ্যাপ হ্যাক করার অভিযোগ। ৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় প্রতারণা করে।
অভিনব প্রক্রিয়ায় প্রতারণার ঘটনা সামনে আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে। কয়েক দিনের মধ্যে লালবাজার সাইবার ক্রাইম বিভাগে দায়ের হয়েছে ২টি অভিযোগ।
পুলিশ সূত্রে দাবি, কয়েকমাস আগে এক ব্যক্তির কাছে তাঁর ছেলের সহপাঠীর বাবার মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপে টেক্সট আসে।
সেই টেক্সটে বলা হয়, অসুস্থ আত্মীয়র চিকিত্সার জন্য ৬ লক্ষ টাকা সাহায্য প্রয়োজন। এরপর ওই ব্যক্তি ৬ লক্ষ টাকা অনলাইনে পাঠিয়ে দেন।
পরে ছেলের সহপাঠীর বাবার সঙ্গে দেখা হলে জানতে পারেন, সাহায্য চেয় কোনও টেক্সট পাঠানো হয়নি। অর্থাত্, সহপাঠীর বাবার মোবাইল ফোন হ্যাক করে পাঠানো হয় টাকা চেয়ে টেক্সট।
সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মোবাইল ফোনের কিউআর কোড স্ক্যান করে এই ধরনের প্রতারণা করা যায়। সিম ক্লোন করে এই ধরনের জালিয়াতি সম্ভব। প্রক্সি সার্ভার ও পাকিস্তানের আইপি অ্যাড্রেস ব্যবহার করায় অভিযুক্তরা নিজেদের আড়ালে রাখতে পেরেছে।
হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে জালিয়াতির অভিযোগে মধ্যপ্রদেশের ইন্দৌর থেকে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এরইমধ্যে কালীঘাট থানা এলাকাতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রতারণার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে দাবি, কিছুদিন আগে অমিতাভ মুখোপাধ্যায় ও জয়দীপ দত্ত নামে দুই ব্যক্তি কালীঘাটের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে চেকবই নেন।
অভিযোগ, তারপর সেই চেক জাল করেন তাঁরা। কালীঘাটের ব্যাঙ্কে জাল চেক জমা দিয়ে দাবি করেন, ভুবনেশ্বর থেকে তাঁদের নামে একই ব্যাঙ্কের চেক এসেছে। সেই চেকের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কর অ্যাকাউন্টে জমা পড়ে ১৭ লক্ষ টাকা।
পরে অন্য বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্টে সেই টাকা পাঠিয়ে একদিনে ১৭ লক্ষ টাকা তুলে নেওয়া হয়। ২ অভিযুক্তকেই গ্রেফতার করেছে কালীঘাট থানার পুলিশ।
তাদের ১০ দিনের পুলিশ হেফাজত হয়েছে। আর কারা এই চক্রে জড়িত, কীভাবে একদিনে ১৭ লক্ষ টাকা তোলা হল, এ সব বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।