latest updates--


# পুলিশের সঙ্গে বাম সমর্থকদের ধাক্কাধাক্কি


# আহত ডিসিপি সহ বেশ কয়েকজন পুলিশকর্মীও


# মিছিল লক্ষ্য করে কাঁদানে গ্যাস-জলকামান পুলিশের


# নবান্ন পৌঁছতে মরিয়া বাম ছাত্র-যুব মিছিল।


ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা মিছিলের। 


# পুলিশের লাঠির ঘায়ে আহত বেশ কয়েকজন।


# ডোরিনা ক্রসিংয়ে রণক্ষেত্র চেহারা।


# বাম ছাত্র -যুব সংগঠনের মিছিলে ধুন্ধুমার ডোরিনা ক্রসিং।


# মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি।


# ভাঙল ব্যারিকেড, ইটবৃষ্টি, মিছিলে লাঠিচার্জ পুলিশের। 


# পাল্টা কাঁদানে গ্যাস-জলকামান পুলিশের।


#পুলিশ প্রতিরোধ করলে পালটা প্রতিরোধও, জানাল আন্দোলনকারীরা।


কলকাতা: ১০টি বাম ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযান শুরুর আগে আচমকাই নবান্নের সামনে অশান্তি। বেলা পৌনে ১১টার সময় ১০-১২ জন বাম যুব কর্মী নবান্নের সামনে চলে আসেন। 


তাঁরা স্লোগান দিতে দিতে নবান্নের উত্তর দিকের গেট দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় উপস্থিত পুলিশ কর্মীরা তাঁদের বাধা দেন। বাম যুব কর্মীদের আটক করে নিয়ে যায় পুলিশ।  


কর্মসংস্থান, রাজ্যে নতুন শিল্প, সহ একাধিক দাবিতে আজ  নবান্ন অভিযানের ডাক দিয়েছে ১০টি বাম ছাত্র যুব সংগঠন।  হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে আজ দুটি মিছিল আসে কলেজ স্ট্রিটে।  তারপর দুপুর ১টায় সেখান থেকেই শুরু হবে নবান্ন অভিযান।


যদিও অভিযানের অনুমতি মেলেনি পুলিশের তরফে। বলা হয়েছে, ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল যেতে পারে। কিন্তু তা মানতে নারাজ আন্দোলনকারীরা। তাঁদের সাফ হুঁশিয়ারি, নবান্ন অভিযান তাঁরা করবেনই। পুলিশ প্রতিরোধ করলে পালটা প্রতিরোধও হবে।


‘হাল ফেরাও, লাল ফেরাও’। এই স্লোগান এবং কর্মসংস্থান, শিক্ষা-সহ একগুচ্ছ দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ১০টি বাম ছাত্র-যুব সংগঠন। এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেসের ছাত্র-যুব সংগঠনকে। 


বামেদের অভিযোগ, দেড় মাস আগে এই কর্মসূচির কথা জানানো হলেও সহযোগিতা করেনি পুলিশ। 


বিস্তারিত একটু পরেই..