কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: লাঠি, ত্রিশূল, গদার পর এবার দিলীপ ঘোষের (Bardhaman Durgapur BJP Candidate Dilip Ghosh)হাতে দেখা গেল হকি স্টিক। বর্ধমান শহরে একটি ক্লাবের মাঠে হকি খেলতে দেখা গেল দিলীপ ঘোষকে। তাৎপর্যপূর্ণভাবে দিলীপ ঘোষের হাতে হকি স্টিক ও বল তুলে দেন বিজেপি থেকে বহিষ্কৃত নেতা।


দিলীপের হাতে হকি স্টিক ও বল তুলে দেন বিজেপি থেকে বহিষ্কৃত নেতা


২০২৩-এ বিজেপি থেকে বহিষ্কার করা হয় শ্যামল রায়কে। দিলীপ ঘোষের চা চক্রে ছিলেন না বর্ধমান দুর্গাপুরের সাংগঠনিক জেলা সভাপতিও। বদলে ছিলেন সাংগঠনিক জেলা সভাপতির বিপক্ষ বলে পরিচিত প্রাক্তন জেলা সভাপতি। 'এটা পার্টির প্রোগ্রাম নয়', দিলীপ ঘোষের প্রোগ্রাম, মন্তব্য বিজেপি প্রার্থীর। পাশাপাশি এদিন একাধিক ইস্যুতে ফের শাসকদলকে নিশানা বিজেপির এই বর্ষীয়ান নেতার।


'উনি চাকরি দিচ্ছেন না,টাকা নিচ্ছেন', দিলীপের নিশানায় মমতা


সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিলের পর, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, 'একদিকে তিনি চাকরি দিচ্ছেন,অন্যদিকে  চাকরি খাচ্ছে বিজেপি।' এই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন,'উনি চাকরি দিচ্ছেন না। টাকা নিচ্ছেন। যেভাবে চাকরি বিক্রি করছেন তা ইতিহাসে কখনও হয়নি। '


শাজাহানকে বাঁচাতে এত তৎপরতা কেন ?


 'শাহজাহানকে বাঁচাতে মরিয়া মমতা', আদালত তার পর্যবেক্ষণে বলছে, শাজাহানকে বাঁচাতে এত তৎপরতা কেন ? দিলীপ ঘোষ এপ্রসঙ্গে বলেন,'এটা আগেও হয়েছে। তার যত প্রাণভোমরা শাহজাহানের মতো লোকেরা যার ওপর TMC বেঁচে আছে। সরকার দাঁড়িয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় মতো যারা গুন্ডা পুলিশের রাজনীতি করে, তারা ভিখারির জায়গায় চলে যাবে।'


'শাজাহানের টাকা আরও দুই মন্ত্রীর কাছে গিয়েছে'


 পাশাপাশি আরও একটি বিষয়। ইডি দাবি করছে, 'শাজাহানের টাকা আরো দুই মন্ত্রীর কাছে গিয়েছে।' দিলীপ বলেন,' অনেক মন্ত্রীর কাছে, অনেক এমএলএ এমপি কাছে গেছে। সরকারের কাছে গেছে, কালীঘাটে গেছে। টাকার কোনও সীমা নাই। কতজনকে পাঠিয়েছে তার কোন তালিকা আসেনি। সবই আসবে,চিন্তা করবেন না।'


সংখ্যালঘু ভোট


সংখ্যালঘু ভোটের ইস্যুতেও মুখ খোলেন এদিন তিনি। বলেন,' ওরা সংখ্যালঘু ভোট নিয়ে ভাবুক আমরা সংখ্যালঘুদের নিয়ে ভাবছি। তাদের বাড়ি, শৌচালয় করে দিয়েছেন মোদীজি। জল দিয়েছেন, গ্যাস দিয়েছেন, রাস্তা দিয়েছেন। তাদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য স্টাইপেন দিচ্ছেন।কংগ্রেস সিপিএম সংখ্যালঘুদের শুধু ব্যবহার করেছে, ক্রিমিনাল তৈরি করেছে, ভোটার বানিয়ে রেখেছে।সংখ্যালঘুরা ওদেরকে তালাক দিয়ে দিয়েছে।এবার দিদির সঙ্গে সেই একই ঘটনা ঘটবে। ভারতে মুসলিম' খ্রিস্টান সহ যত সংখ্যালঘু রয়েছে, পিছিয়ে পড়া মানুষজন তাদের জন্য যে কিছু করা হয়নি তাদের ভোটার বানিয়ে রাখা হয়েছে, সেটা বুঝে গেছে।সেই জন্য মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। এবার তারা পদ্মফুলেই আছে।'


আরও পড়ুন, স্বামী ও ছোটবেলার বন্ধুদের নিয়ে মনোনয়ন জমা রচনার, বললেন..


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।