সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ২০ মে হুগলিতে লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। এই কেন্দ্রে শাসকদলের টিকিট পেয়ে ভোটে দাঁড়িয়েছেন দিদি নং ১ খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। আর তাঁর বিপরীতে দাঁড়িয়েছেন টলিপাড়ার একসময়ের সহকর্মী লকেট চট্টোপাধ্যায়। বলাইবাহুল্য, ভোটের আগে বারবার নানা মন্তব্যে ভাইরাল হচ্ছেন রচনা। রচনার কথায়, তিনি কথা বললেই মিম জন্ম নেয়। যদিও এনিয়ে তাঁর মাথা ব্যাথা নেই বলে ক্যামেরার সামনে বারবার হেসে উড়িয়ে দেন। আদিবাসীর বাড়িতে পাত পেড়ে খেতে বসেন। প্রচারে বেরিয়ে বিয়ের নেমতন্ন পান। যদিও দেখতে দেখতে আর বেশি দিন নেই। এবার স্বামীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। পোশাকেও ছিল নতুন চমক।


স্বামী ও ছোটবেলার বন্ধুদের নিয়ে মনোনয়ন জমা রচনার


সোমবার হুগলি জেলাশাসকের কাছে মনোনয়ন জমা দেন তৃণমূলের তারকা প্রার্থী তথা জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে ঢাক , বাজনা, মতুয়া সম্প্রদায়ের মানুষ ও বাদ্যযন্ত্র সহকারে , হুড খোলা গাড়িতে চড়ে খাদিনামোড় পর্যন্ত শোভাযাত্রা সহকারে মনোনয়ন জমা দিতে আসেন তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন তাঁর স্বামী প্রবাল বসু, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, অসিত মজুমদার ।


কলকাতা থেকে কুড়িজন বন্ধু আসেন রচনার সমর্থনে


জেলাশাসক মুক্তা আর্যর কাছে মনোনয়ন জমা দেন রচনা। এদিন তার মনোনয়নে ছিল অভিনব চমক। স্বামী ও বাল্যকালের বন্ধুদের নিয়ে স্পেশাল পোশাকে মনোনয়ন জমা করেন তারকা প্রার্থী। কলকাতা থেকে কুড়িজন বন্ধু আসেন রচনার সমর্থনে। তাঁদের পোষাকে ছিল সাদা পাঞ্জাবি সাদা কাপড়। তাতে রচনা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের জোড়াফুল আঁকা ছবি।


জীবনে প্রথম মনোনয়ন জমা দিলাম, প্রচন্ড উচ্ছ্বসিত : রচনা


মনোনয়নপত্র জমা দেওয়ার পর বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রচনা বলেন, 'জীবনে প্রথম মনোনয়ন জমা দিলাম। প্রচন্ড উচ্ছ্বসিত। আমার আরও বেশি ভালো লাগছে, আমার সাথে আমার ছোটবেলার বন্ধুরাও এসেছে। আমার বন্ধুরাই আমার কাছে বাড়তি অক্সিজেন। তারা আমার ছবি আঁকা পোশাক পরে এসেছে। এটা  আমার কাছে একটা সারপ্রাইজ গিফট।' রচনার স্বামী প্রবাল বসু বলেন, 'রচনা এমনিতেই একজন সফল ব্যক্তি। যেই প্রফেশনটাই করেছে, সেটাতেই সাফল্য পেয়েছে। তাই এত বছর যখন সাফল্য পেয়ে এসেছে, তখন এখানেও সাফল্য পাবে।' 


আরও পড়ুন, পেট্রোলের দরে প্রায় ১ টাকা বাড়ল বাঁকুড়ায়, আজ কলকাতায় জ্বালানি কত ?


অন্যদিকে মনোনয়ন জমা দেন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালি বাগ। চুঁচুড়া বাস স্ট্যান্ড থেকে মিছিল করে হুগলি অতিরিক্ত জেলা শাসক দপ্তরে মনোনয়ন জমা দিতে আসেন মিতালি বাগ। হুগলি অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন অমিতেন্দু পালের কাছে মনোনয়ন জমা দেন মিতালী বাগ। তার সঙ্গে ছিলেন বিধায়ক রামেন্দু সিংহ রায়, করবী মান্না।


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।