কমলকৃষ্ণ দে, বর্ধমান: প্রধানমন্ত্রীর জনসভার জন্য মাঠের অনুমতি দিল না বর্ধমান উন্নয়ন সংস্থা বা BDA। আগামী ৩ মে বর্ধমানের গোদা বালির মাঠে রাজনৈতিক জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। সেই মাঠেই সভার অনুমতি দেওয়া হয়নি বিডিএ-এর তরফে।


প্রধানমন্ত্রীর সভার অনুমতি নিয়ে তরজা: আর অনুমতি না দেওয়া নিয়ে সরব হয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, “গোদার বালির মাঠের জন্য আবেদন করেছিলাম। কিন্তু সরকার মাঠের অনুমতি দেয়নি। কেন দেওয়া যাবে না? একই মাঠ মুখ্যমন্ত্রীর জন্য দেওয়া হলেও দেশের প্রধানমন্ত্রীর জন্য সেই মাঠই দেওয়া হচ্ছে না।’’  রাজনৈতিক প্রতিহিংসা জন্যই হয়ত দেশের প্রধানমন্ত্রীর জন্য সরকারি মাঠ দেওয়া হল না বলে মাঠ পরিদর্শনে এসে অভিযোগ করেন দিলীপ ঘোষ। তিনি জানান, যোগাযোগের সুবিধা রয়েছে এই মাঠে, জনবসতি নেই। গাড়ি রাখার সুবিধা আছে। তিনি বলেন, "রাজনৈতিক কারণ না অন্য কোনও কারণ রয়েছে, তা খোঁজ নিয়ে দেখতে হবে।"


পাশাপাশি তিনি আরও অভিযোগ করে বলেন, বিনা কারণে মাঠ দিতে অস্বীকার করেছে।  মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় এই মাঠ থেকে রাজনৈতিক বক্তব্য রাখলে দোষের নেই। তাঁর দাবি, "এর জন্য আমাদের বারবার কোর্টে যেতে হয়। কলকাতায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল সভা করত। আমাদের সভার অনুমতি দেয়নি। পরে হাইকোর্টে গিয়ে সভার অনুমতি নিয়েছি। এখানেও কী পরিস্থিতি তৈরি হয়, সেটা দেখার জন্য এসেছি।" বিকল্প হিসেবে তালিতের কাছে সাই মাঠের কথা চিন্তাভাবনা কর হচ্ছে বলে দিলীপ জানিয়েছেন।


যদিও বিডিএ-এর চেয়ারম্যান কাকলি গুপ্ত  জানান, "বিডিএ-এর সিদ্ধান্ত এটা যে কোনও রাজনৈতিক কারণে এই মাঠ দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী যে সভা করেছেন তা প্রশাসনিক সভা ছিল। তাই অনুমতি দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীও প্রশাসনিক সভা করলে আমরা অনুমতি দেব।'' পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে যে বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন ১০০ দিনের কাজ সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলার বঞ্চনার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Weather Update: গরমে পুড়ছে বাংলা, কবে থেকে বৃষ্টি? স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস