কলকাতা: 'বঞ্চনা' নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 'ঝড়ে অনেক ঘর পড়ে গিয়েছে। আমরা আবাসের তালিকা পাঠালেও টাকা দেয়নি কেন্দ্র। বলে বলে গলা শুকিয়ে গেছে, তাও শোনেনি কেন্দ্র', চালসা থেকে ফের কেন্দ্রকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।


এদিন মমতা বলেন, ' ঝড়ে প্রচুর ঘর পড়ে গেছে। আবাসের তালিকায় এদের নাম ছিল। বলতে বলতে আমার শুকিয়ে গেছে কিন্তু সুবিচার হয়নি। আবাসের প্রকল্পে কেন্দ্রীয় সরকার একক ভাবে টাকা দিত না। আমাদের জায়গা দিতে হতো এবং আমাদের ৪০ শতাংশ টাকাও দিতে হোত। এবারের বাজেটে আমরা বলেছি মে মাস পর্যন্ত আমরা দেখব, কেন্দ্র টাকা দেয় কিনা? না দিলে আমরা নিজেরাই করে দেব। আমরা চাই না গরিব মানুষ আবাসের ঘর থেকে বঞ্চিত থাক। ধাপে ধাপে আমরা আবাসের ঘর করে দেব।' 


মূলত কদিন আগেই বিধ্বংসী ঝড় হয়ে গিয়েছে জলপাইগুড়িতে। ঘরবাড়ি, টাকা-পয়সা তো হারিয়েছেই অনেকে। হারিয়েছেন প্রিয়জনকেও। ঘূর্ণিঝড়ের খবর পেতেই ওই রাতেই উত্তরবঙ্গে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করেন ক্ষতিগ্রস্থ পরিবারের সঙ্গে। আর্থিক ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। যদিও আজ বিজেপির ব্যাখ্যা, 'টর্নেডোতে মানুষের সর্বনাশে তৃণমূলের পৌষমাস।' মূলত এদিন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের দলীয় প্রার্থী দিলীপ ঘোষের সুরে সুর মিলিয়েই তোপ দাগেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। বলেন, 'ঝড়বৃষ্টি-বন্যা হলে তৃণমূল নেতা ও ক্যাডারদের সুবিধা হয়, কারণ তাঁরা কেন্দ্রীয় সাহায্য পকেটে পুরতে পারেন।' 


আরও পড়ুন, 'ছিটকে ২ হাজার ২০০ ফুট নিচে..', কুলটিতে খনি দুর্ঘটনায় মৃত ২


তাঁর 'উত্তরবঙ্গে বিজেপির ঝড়' মন্তব্য নিয়ে আগেই শুরু হয়েছিল তোলপাড়।এবার আরও এক বেলাগাম মন্তব্য করলেন দিলীপ ঘোষ। এবার তাঁর মন্তব্য, 'ঝড় হলেই টিএমসির পোয়াবারো'। আর এই নিয়ে রাজনৈতিক মহলে ফের শুরু হয়েছে শোরগোল। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন,বিজেপি ঝড় করেছে নাকি? ঝড় হলেই টিএমসি-র একদম পোয়াবারো। যা মাল আসবে ঝেড়ে ফাঁক করে দেবে। উত্তরবঙ্গে ঝড়ের পর, থামছেই না দিলীপ ঘোষের 'ঝোড়ো ইনিংস'। ভোটের বাজারে কার্যত মন্তব্যের 'T-20' খেলে চলেছেন বিজেপির বিদায়ী সাংসদ ও প্রার্থী। উত্তরবঙ্গে ঝড়ের পর ফের তুঙ্গে উঠেছে আবাস-রাজনীতি। মানুষের মাথার ওপর পাকা ছাদ না থাকার দায় কার? এই নিয়েই যখন চাপানউতোর চলছে, তখন তৃণমূলকে তাঁর চেনা মেজাজে অলআউট আক্রমণ করে চলেছেন দিলীপ ঘোষ। দিলীপ বলেন, 'বন্যা হোক, ঝড় হোক ভূমিকম্প হোক ওরা চায়। তাহলে কামাই হবে।'