সৌভিক মজুমদার, কলকাতা: মিডল্যান্ড হাসপাতালে গৃহবধূর মৃত্যুর ঘটনায় CID বা অন্য তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হল পরিবার। সেইসঙ্গে খুনের ধারায় মামলা রুজু করারও আর্জি জানানো হয়েছে। এদিকে, দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল আদালত। এজন্য NRS-এর তিন চিকিৎসককে নিয়ে বিশেষ দল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। 


চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ। আর তার জেরেই বেলঘরিয়ার মিডল্যান্ড হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানিয়ে  হাইকোর্টে গেল মৃতার পরিবার। CID বা অন্য তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত চেয়ে করা হল আবেদন। সেই সঙ্গে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে খুনের মামলা রুজু করারও আর্জি জানিয়েছে পরিবার।


মামলাকারীদের আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন,
৩ সপ্তাহের মধ্যে মৃতার দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে হবে। এজন্য NRS-এর ৩ চিকিৎসককে নিয়ে গঠন করতে হবে বিশেষ দল। পাশাপাশি, মৃতার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ আছে কি না বা কোনও অঙ্গ বদলে ফেলা হয়েছে কি না, তাও ওই বিশেষ চিকিৎসক দল দেখবে বলে নির্দেশ দিয়েছে আদালত।


চলতি বছরের ২২ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মিডল্যান্ড হাসপাতালে ভর্তি হন কাকলি সরকার নামে এক গৃহবধূ। ২৫ তারিখ সেখানেই মারা যান তিনি। পরিবারের দাবি,  মৃত্যুর আগে কাকলি জানিয়েছিলেন, ওই হাসপাতালে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির চক্র রয়েছে। তাঁরও অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রির পরিকল্পনা করছে ওই চক্র।


পরিবারের আরও অভিযোগ, এক নার্স ইঞ্জেকশন দেওয়ার পরই কাকলির মৃত্যু হয়। এই ঘটনায় এর আগে রাজ্য স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হয়েছিল পরিবার। তার প্রেক্ষিতে ইতিমধ্যেই মিডল্যান্ড হাসপাতালকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন। এবার হাইকোর্টের দ্বারস্থ হল পরিবার। 


আরও পড়ুন: East Midnapur: মাঝসমুদ্রে বিকল ট্রলারের ১১ মৎস্যজীবীকেই উদ্ধার করল হলদিয়া উপকুলরক্ষী বাহিনী


আরও পড়ুন: শহরে একের পর এক অগ্নিকাণ্ড, ফায়ার অডিটের সিদ্ধান্ত দমকল দফতরের