কলকাতা: দোল পূর্ণিমার (Dol Purnima 2022) পুণ্য তিথিতে প্রকাশ্যে এল মৈনাক ভৌমিক (Mainak Bhaumik) পরিচালিত 'মিনি' (Mini) ছবির অফিসিয়াল পোস্টার। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি ও রাহুল ভাঞ্জার (Sampurna Lahiri and Rahul Bhanja) 'স্মল টক আইডিয়াস' (Small Taalk Ideas)। 


মৈনাক ভৌমিকের পরিচালনায় এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এই ছবিতে একেবারে অন্য চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিতে শিশু শিল্পী হিসাবে কাজ করেছেন অয়ন্যা চট্টোপাধ্যায়। ৬ মে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে (Theatre Release Date)।


সরস্বতী পুজোর প্রাক্কালে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি ও প্রযোজক রাহুল ভাঞ্জার প্রযোজনা সংস্থা 'স্মল টক আইডিয়াস' ঘোষণা করে মিমি চক্রবর্তী অভিনীত বহু প্রতীক্ষিত এই ছবির মুক্তির তারিখ। প্রযোজনা সংস্থার প্রযোজনায় এটি প্রথম বাংলা ফিচার ছবি। 


'মিনি' ছবি বলবে ছোট্ট মেয়ে মিনির গল্প। তার গল্পের বড় অংশ জুড়ে থাকবে তার মাসি তিতলি। মিনির মাসির চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। কার বয়সে এবং মস্তিষ্কে এবং চিন্তাভাবনায় বড় হওয়া প্রয়োজন আর কার কেবল লম্বা হওয়া প্রয়োজন এই দোটানায় মিমি ও তিতলি। সেই গল্পই বলবে এই ছবি। এই ছবিটি বন্ধুত্বের সম্পর্ককে সুন্দরভাবে, খানিক অন্যভাবে তুলে ধরার চেষ্টা করবে। এমন বন্ধুত্ব যেখানে বয়স কোনও সীমানা নয়। একজন মহিলা এবং একটি শিশুর বন্ধুত্বের মন ভাল করা গল্প দেখা যাবে 'মিনি' ছবিতে।


আরও পড়ুন: The Kashmir Files: 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা প্রদান


এই ছবিতে পরিচালক এবং গোটা টিমকে চমকে দিয়ে অভিনেত্রী মিমি চক্রবর্তী রেকর্ড টাইমে ছবির ডাবিং শেষ করেন। ছবিতে এখন পড়ছে 'ফিনিশিং টাচ' (finishing touch)। গ্রীষ্মে মুক্তির আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন পরিচালক মৈনাক ভৌমিক।