ঋত্বিক মণ্ডল, সত্যজিৎ বিশ্বাস, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ভবানীপুরের উপনির্বাচনে জমজমাট প্রচার। নন্দীগ্রামের মতো একই জবাব মিলবে ভবানীপুরেও। দলীয় প্রার্থীর প্রচারে অংশ নিয়ে দাবি করলেন দিলীপ ঘোষ। নন্দীগ্রামে রিগিং-সন্ত্রাস হয়েছিল, ভবানীপুরে হবে না। পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'মাননীয়া বলছেন জামানত বাজায়াপ্ত হবে। এসব ডায়ালগ তো নন্দীগ্রামেও শুনেছিলাম। তারপর কী হল? নন্দীগ্রামের ফল ভবানীপুরেও হবে।' আবার তৃণমূল বিধায়ক ও পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'নন্দীগ্রাম-ভবানীপুর-চেতলা এক নয়, ওখানে যেভাবে একতরফা ভোট হয়েছে, এখানে সেটা করতে গেলে ভবানীপুরের মানুষ তাঁর পা ভেঙে দেবে।'
ভবানীপুরে উপনির্বাচন ৩০ সেপ্টেম্বর। রবিবার প্রচার সারল তিন দলই। এই কেন্দ্রে এবার তিন আইনজীবীর লড়াই ! ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি এখানে প্রার্থী করেছে আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে। আইনজীবী শ্রীজীব বিশ্বাসকে প্রার্থী করেছে সিপিএম। রবিবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আলিপুর ও চেতলায় বাড়ি বাড়ি প্রচার সারেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। এলাকাবাসীর মধ্যে বিলি করেন লিফলেট।
৭৩ নম্বর ওয়ার্ডের পটুয়া পাড়ায়, দিদির হয়ে প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে নেই গেরুয়া শিবিরও! বিজেপি প্রার্থীর হয়ে এদিন প্রচারে নামেন রাজ্য বিজেপি সভাপতি। দেওয়াল লিখনেও হাত লাগান দিলীপ ঘোষ। পরে ভবানীপুরের দেশবন্ধু বাজারে দলীয় প্রার্থীর প্রচারে চা-চক্রে যোগ দেন।
হরিশ মুখার্জি রোডে চা চক্রে সামিল হন প্রিয়ঙ্কা টিবরেওয়াল। যদিও বিজেপি প্রার্থীকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। ফিরহাদ হাকিম বলেন, 'ও বাচ্চা মেয়ে...। একবার হেরেছে। এবার না জিতলেও ভবিষ্যতে নিশ্চয়ই জিতবেন। ওর সঙ্গে কেউ নেই। রেখে দিয়ে চলে গেছে।' ভবানীপুরে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল পালটা বলেন, 'আমি অবশ্যই বাচ্চা মেয়ে। কিন্তু বাচ্চা তো সবসময় বাচ্চা থাকে না, বড়ও হয়।' চেতলায় প্রচার সারেন বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাসও।