কলকাতা: নিউটাউন শ্যুটআউটকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। ‘২ গ্যাংস্টারের ফ্ল্যাটে আসা-যাওয়া ছিল বেশ কয়েকজনের’, জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন প্রতিবেশীরা।  এসটিএফ সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। দুই গ্যাংস্টারের ফ্ল্যাটে কাদের যাতায়াত ছিল, তাদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।


এদিকে,  এসটিএফের সঙ্গে এনকাউন্টারে নিহত দুই গ্যাংস্টারের দেহ নিতে কলকাতায় এসেছে তাদের পরিবার। গতকাল রাতেই টেকনোসিটি থানায় যান জয়পাল ভুল্লারের বাবা। প্রয়োজনীয় কাগজপত্রে সই করেন তিনি। আজ সকালে টেকনোসিটি থানায় এসেছে নিহত আরেক গ্যাংস্টার যশপ্রীত সিং খাড়ারের পরিবার। দেহ ফেরত নেওয়ার প্রয়োজনীয় কাগজপত্রে সইসাবুদ করেন তাঁরা।  দু’টি পরিবারে হাতে আজ দুই গ্যাংস্টারের মৃতদেহ তুলে দেওয়া হতে পারে। 


এনকাউন্টারে নিহত দুই গ্যাংস্টার জয়পাল ভুল্লার যশপ্রীত সিং খাড়রার ময়নাতদন্ত হল। ৩ সদস্যের টিম ময়নাতদন্ত করেছে। ফরেন্সিক সূত্রে খবর, দুজনের শরীরেই অসংখ্য বুলেটের ক্ষত মিলেছে।  এতে গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি হয়। তার থেকে রক্তক্ষরণে মৃত্যু বলে অনুমান।  সূত্রের খবর, রিপোর্টে বলা হয়েছে, একজনের উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি, অন্যজনের উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি। যাঁর উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি, তাঁর খুলিতে বুলেটের ক্ষত রয়েছে।   ময়নাতদন্তের প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়েছে। সংগ্রহ করা হয়েছে নিহতদের ডিএনএ। আগামী সোমবার পুলিশকে চূড়ান্ত রিপোর্ট দেওয়ার কথা। 


এদিকে, গ্যাংস্টারদের ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত ৮০টি নকল পরিচয়পত্র। উদ্ধার জাল ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন।গাড়িতে উদ্ধার পেন ড্রাইভে মিলল হলিউডের ক্রাইম থ্রিলার।ক্রাইম থ্রিলার দেখতে ভালবাসত জয়পাল ভুল্লার।জয়পালের ল্যাপটপে ইচ্ছেমতো আধার কার্ড তৈরি করা যেত।


উল্লেখ্য, গত বুধবার  নিউটাউনের সাপুরজি আবাসনে পুলিশ-দুষ্কৃতী গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই গ্যাংস্টারের। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন স্পেশাল টাস্ক ফোর্সের এক পুলিশ অফিসার। ওই আবাসনে লুকিয়ে রয়েছে পঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার জয়পাল ভুল্লার, গোপন সূত্রে এই খবর পেয়ে স্পেশাল অপারেশন শুরু করে রাজ্য পুলিশের এসটিএফ (STF)।