কলকাতা: এবার কলকাতাতেও ওমিক্রন-আতঙ্ক। এবার কলকাতাতেও ওমিক্রন-আতঙ্ক। ব্রিটেন (britain) ফেরত করোনা আক্রান্তকে পাঠানো হল বেলেঘাটা (beleghata) আইডি-তে। আজ সকালে তিনি কলকাতা বিমানবন্দরে (kolkata airport) নামেন আলিপুরের (alipore) বাসিন্দা বছর ১৮-র তরুণী। পরীক্ষায় করোনা ধরা পড়ায়, ওমিক্রন-শঙ্কায় দ্রুত পাঠানো হয় বেলেঘাটা আইডি-তে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, জিনোমিক সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে ঢাকুরিয়ায় বেসরকারি হাসপাতালে কোয়ারেন্টিনে রয়েছেন ওই করোনা রোগী।
এদিকে, রাজ্যে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। শুক্রবারে রাজ্য স্বাস্থ্য দফতের (Department Of Health) প্রকাশিত বুলেটিন (Health Bulletine) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২৮ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৫৬৭ জন। তার আগের দিন এই সংখ্যাটা ছিল ৫৭৪ জন।
রাজ্য স্বাস্থ্য দফতেরের বুলেটিন অনুযায়ী, এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু (Corona Death) হয়েছে ৯জনের । গতকাল ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল । তার আগের দিন এই সংখ্যাটা ছিল ৬। অর্থাৎ, গত একদিনে রাজ্যে বেড়েছে করোনায় মৃত্যুও।
ওমিক্রন(Omicron ) ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ বাড়ছে। অথচ দেশে দিন দিন মাস্ক পরার প্রবণতা কমছে। এনিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করছে বলে উদ্বেগপ্রকাশ করলেন নীতি আয়োগের সদস্য(স্বাস্থ্য) ভিকে পল(NITI Aayog member VK Paul)।
আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মাস্ক ব্যবহারের প্রবণতা কমছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে, ভ্যাকসিন ও মাস্ক- দুই-ই গুরুত্বপূর্ণ। বিশ্বের সার্বিক পরিস্থিতি থেকে আমাদের শেখা উচিত। মাস্কের ব্যবহার কমে যাওয়া নিয়ে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাছাড়া বিশ্বজুড়ে ওমিক্রন সংক্রমণের পরিস্থিতিও উদ্বেগজনক। কাজেই এই সময়ে মাস্ক সরানো উচিত নয়। এই ভ্যারিয়েন্টের জেরে বিশাল ঢেউ এসেছে ইংল্যান্ড ও ফ্রান্সে। এই ভাইরাসের জেরে যে অতিমারী শুরু হয়েছে তা পুরোপুরিই বিস্ময় এবং অপ্রত্যাশিত বিষয়ে পূর্ণ।
আরও পড়ুন: রোমের পর মমতার নেপাল সফরেও না কেন্দ্রের, কী ব্যাখ্যা দিল বিদেশমন্ত্রক ?