কলকাতা : এই নিয়ে ১২ দিন। কলকাতায় অপরিবর্তিত রইল পেট্রল ডিজেলের দাম। শুল্ক পুণর্বিন্যাসের পর থেকে এদিনও অপরিবর্তিত রইল পেট্রোল ও ডিজেলের দাম। এর আগে ধারাবাহিকভাবে দাম বেড়েই যাচ্ছিল পেট্রোল ও ডিজেলের। সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে দীপাবলির আগের দিন পেট্রোল ও ডিজেলে উৎপাদন শুল্ক কিছুটা কমায় কেন্দ্র। তারপর কিছুটা দাম কমে জ্বালানীর। পশ্চিমবঙ্গে পেট্রোল ডিজেলের দামের উপর ভ্যাট না কমানোর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেই বিজেপি কংগ্রেস। তবে স্বস্তির খবর একটাই ১০ দিনেরও বেশি সময় ধরে রাজ্যে পেট্রোল-ডিজেলের দাম বাড়েওনি। 

আজ, মঙ্গলবার, কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম (Kolkata Petrol Price) ১০৪.৬৭ টাকা এবং ডিজেল (Kolkata Diesel Price) লিটার প্রতি ৮৯.৭৯ টাকা।  

প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল ও ডিজেলের দামের কথা জানানো হয়। দামে কোনও পরিবর্তন হলে তা সকাল ৬টা থেকে কার্যকর হয়। এসএমএসের মাধ্যমেও জানা যায় পেট্রোল ও ডিজেলের দাম। ইন্ডিয়ান ওয়েলের গ্রাহকরা 9224992249 নম্বরে ও বিপিসিএল গ্রাহকরা RSP লিখে 9223112222 নম্বরে পাঠিয়ে দাম জেনে নিতে পারেন। এইচপিসিএল গ্রাহকরা HPPrice লিখে 9222201122 নম্বরে এসএমএস পাঠিয়ে দাম জেনে নিতে পারেন। 

 

শহরের নাম

পেট্রোলের দাম(টাকা)

ডিজেলের দাম (টাকা)

দিল্লি

১০৩.৯৭

৮৬.৬৭

মুম্বই

১০৯.৯৮

৯৪.১৪

কলকাতা

১০৪.৬৭

৮৯.৭৯

চেন্নাই

১০১.৪০

৯১.৪৩

দীপাবলিতে জ্বালানির মূল্যবৃদ্ধির তীব্র জ্বালা থেকে খানিকটা মেলে রেহাই। কেন্দ্রীয় সরকারর এক্সাইজ ডিউটি অর্থাৎ উৎপাদন শুল্ক কমানোয়, বহুদিন পর পেট্রোল-ডিজেলের দামের চাকা ঘোরে উল্টোদিকে ! যার ফলে কালীপুজোর দিনে সেঞ্চুরির নীচে নামে ডিজেল। খানিকটা কমল পেট্রোলও। পেট্রোলের উপর লিটারে ৫ টাকা ও ডিজেলে লিটারে ১০ টাকা, এক্সাইজ ডিউটি কমানোর কথা ঘোষণা করে কেন্দ্র। কলকাতায় পেট্রোলের নতুন দাম হয় ১০৪ টাকা ৬৭ পয়সা। ডিজেলের দাম হয় লিটার ৮৯ টাকা ৭৯ পয়সা। তারপর থেকে আর দাম পরিবর্তন হয়নি। 

গত বছর করোনার সময় কাজ চলে যাওয়া দেশবাসীর জীবন যখন দুর্বিষহ অবস্থা, তখন মোদি সরকার পেট্রোলে ১৩ টাকা, ডিজেলের উপর ১৬ টাকা এক্সাইজ ডিউটি বসিয়েছিল। পরিসংখ্যান বলছে, শুধুমাত্র চলতি বছরে এপ্রিল থেকে সেপ্টম্বরের মধ্যেই, জ্বালানি থেকে কেন্দ্রীয় সরকারের কোষাগারে ঢুকেছে ১ লক্ষ ২৮ হাজার কোটি টাকা! অর্থাত মানুষের ওপর বোঝা যত বেড়েছে! সরকারের খাজানা তত ভরেছে! এই পরিস্থিতিতে সামান্য হলেও, দাম কমায়, তড়িঘড়ি গাড়ির ট্যাঙ্ক ভরতে পাম্পে ছুটছেন লোকজন! ৩ বছর পর পেট্রোল-ডিজেলে উৎপাদন শুল্ক কমায় কেন্দ্রীয় সরকার।