কলকাতা: ফের রেকর্ড দামবৃদ্ধি হল জ্বালানির।  আবার বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।  ভোটের মুখে পেট্রোপণ্যের লাগাতার দামবৃদ্ধিতে  সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়!


আজ কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটারপ্রতি ২৪ পয়সা।  এর ফলে কলকাতায় পেট্রোলের দাম হল লিটারে ৯০ টাকা ২৫ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ২৯ পয়সা।  ফলে কলকাতায় লিটারে ডিজেলের দাম বেড়ে হল ৮২ টাকা ৯৪ পয়সা।  


এই নিয়ে টানা ৭ দিন কলকাতা সহ মেট্রো শহরগুলিতে জ্বালানির দাম বাড়ল।  গতকালই ৯০ টাকা ছাড়ায় পেট্রোলের দাম।  গতকাল পেট্রোলের দাম ছিল লিটারে ৯০ টাকা ১ পয়সা। আর ডিজেলের দাম ছিল ৮২ টাকা ৬৫ পয়সা।  


শনিবার (১৩ ফেব্রুয়ারি) লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ৮৯.৭৩ টাকা এবং ডিজেলের দাম ৮২.৩৩ টাকা।


শুক্রবার (১২ ফেব্রুয়ারি) পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয় যথাক্রম ৮৯.৪৪ টাকা ও ডিজেল ৮১.৯৬ টাকা।


বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দাম আরও বাড়ে। পেট্রোলের দাম ছিল ৮৯.১৬ টাকা, ডিজেল ৮১.৬১ টাকা।


বুধবার (১০ ফেব্রুয়ারি) পেট্রোলের দাম বেড়ে হয় ৮৮.৯২ টাকা, ডিজেলের দাম বেড়ে হয় ৮১.৩১ টাকা।


মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ৮৮.৬৩ টাকা, ডিজেল ৮১.০৬ টাকা


লাগাতার পেট্রোল-ডিজেলের দাম বাড়লেও শুল্ক কমাতে রাজি নয় কেন্দ্র। যে গতিতে দাম বাড়ছে তাতে প্রশ্ন উঠতেই পারে, তাহলে কি ভোটের আগেই কলকাতায় সেঞ্চুরি হাঁকাবে পেট্রোলের দাম? 


সামনেই ভোট! তার আগে পেট্রোপণ্যের লাগাতার দামবৃদ্ধি! যাতে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়! এর কি কোনও প্রভাব ভোটে পড়বে? উত্তর দেবে সময়।  


এর ফলে পেট্রোলের দাম কি এবার সেঞ্চুরি করবে, এই প্রশ্ন উঠছে।