কলকাতা: শহরবাসীর কাছে অবশ্যই স্বস্তির খবর ৷ বুধবারের পর আজ, বৃহস্পতিবারও কমল পেট্রোল-ডিজেলের দাম ৷ পেট্রোলের দাম কমেছে ২১ পয়সা, ডিজেলের দাম ২০ পয়সা কমেছে ৷ দেশের চার মেট্রো শহরেই কমেছে পেট্রোল-ডিজেলের দাম ৷ বৃহস্পতিবার ২৫ মার্চ দিল্লিতে পেট্রোলের দাম ৯০.৯৯ টাকা থেকে কমে হয়েছে ৯০.৭৮ টাকা। অন্যদিকে ডিজেলের দাম কমেছে ২০ পয়সা। ৮১.৩০ টাকা থেকে কমে হয়েছে ৮১.১০ টাকা।


বৃহস্পতিবার সকালে দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে যথাক্রমে ৯০.৭৮, ৯৭.১৯, ৯২.৭৭ এবং ৯০.৯৮ টাকা। অন্যদিকে ডিজেলের দাম দাঁড়িয়েছে যথাক্রমে ৮১.৩০, ৮৮.২০, ৮৬.১০, ৮৩.৯৮ টাকা। গতমাসে দেশের বাজারে তেলের মূল্য পরপর ১৬ দিন ধরে বৃদ্ধি হয়েছিল ৷ তারপর সামান্য হলেও এই দাম কমাটা অবশ্যই স্বস্তির খবর ৷


গত মাসে রাজস্থান এবং মধ্যপ্রদেশে পেট্রোল ও ডিজেলের দাম ১০০-র কোটা পার করে যায়। পেট্রোলের দাম ১০১ টাকা ৬৫ পয়সা থাকলেও, রাজস্থানের শ্রীগঙ্গানগরে বুধবার ডিজেলের দাম কমে হয়েছে ৯৩ টাকা ৬০ পয়সা প্রতি লিটারে। মধ্যপ্রদেশের অনুপ্পুরে বুধবার ১০১ টাকা ৪০ শতাংশ দরে পেট্রল বিক্রি হয়েছে। ডিজেল বিক্রি হয়েছে ৯১ টাকা ৭৮ পয়সায়। কলকাতা গতকাল, বুধবার লিটার প্রতি পেট্রলের দাম ছিল ৯১ টাকা ১৮ পয়সা। ডিজেল ৮৪ টাকা ১৮ পয়সা। এদিন তা ফের আরও কিছুটা কমল ৷