কলকাতা: তেল কোম্পানিগুলি এদিনের পেট্রোল ও ডিজেলের দাম ঘোষণা করেছে। আজ শনিবারও পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। উল্লেখ্য, সরকার শুল্ক হ্রাসের ঘোষণার পর থেকে জ্বালানির দামে এখনও পর্যন্ত কোনও পরিবর্তন হয়নি।  সরকার এবার দীপাবলির একদিন আগে পেট্রোলে প্রতি লিটার ৫ টাকা ও ডিজেলে প্রতি লিটারে ১০ টাকা কমানোর কথা জানিয়েছিল।


কেন্দ্র সরকার উৎপাদন শুল্ক কমানোর পর পেট্রোল ও ডিজেলের দাম কিছুটা কমেছিল। আজও কলকাতায় পেট্রোল লিটারপ্রতি ১০৪.৬৭ টাকা এবং ডিজেল লিটারপ্রতি ৮৯.৭৯ টাকা। 


 প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল ও ডিজেলের দামের কথা জানানো হয়। দামে কোনও পরিবর্তন হলে তা সকাল ৬টা থেকে কার্যকর হয়। এসএমএসের মাধ্যমেও জানা যায় পেট্রোল ও ডিজেলের দাম। ইন্ডিয়ান ওয়েলের গ্রাহকরা 9224992249 নম্বরে ও বিপিসিএল গ্রাহকরা RSP লিখে 9223112222 নম্বরে পাঠিয়ে দাম জেনে নিতে পারেন। এইচপিসিএল গ্রাহকরা HPPrice লিখে 9222201122 নম্বরে এসএমএস পাঠিয়ে দাম জেনে নিতে পারেন। 


কেন্দ্র সরকার উৎপাদন শুল্ক কমানোর পর কয়েকটি রাজ্য ভ্যাট কমানোয় সেই রাজ্যগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম আরও কমেছে। তবে পশ্চিমবঙ্গে এখনও শুল্ক কমানো হয়নি। বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি।  তারা রাজ্য সরকার থেকে শুল্ক ছাঁটাই করছে না, সেই প্রশ্ন তুলেছে।  অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে , ‘সরকার সমস্ত দিক  খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। একমাত্র পাঞ্জাব কমিয়েছে। রাজ্যের সঙ্গে আলোচনা না করে কেন্দ্র সেস কমিয়েছে। পেট্রোপণ্যে যা দাম বেড়েছে মোদি জমানায় আন্তর্জাতিক বাজারে এত দাম বাড়েনি। এত দাম বাড়িয়েছে কেন? দাম প্রচুর বাড়িয়ে অল্প কমিয়েছে।’


 উল্লেখ্য, কেন্দ্র শুল্ক হ্রাসের আগে পর্যন্ত বেড়েই চলেছিল পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোলের দাম সেঞ্চুরি পার করে।  জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়ে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ওপর।


আজ দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৩.৯৭ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৮৬.৬৭ টাকা


মুম্বইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৯.৯৮ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৯৪.১৪ টাকা


চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০১.৪০ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৯১.৪৩ টাকা