কলকাতা: শেষপর্যন্ত রেকর্ড গড়ে কলকাতায় সেঞ্চুরি করেই ফেলল পেট্রোল। কলকাতায় প্রথমবার ১০০ পার করল পেট্রোলের দাম। নতুন দাম ১০০ টাকা ২৩ পয়সা। মঙ্গলবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে নতুন মূল্য।
জেলাতে পার করেছিল সপ্তাহের গোড়াতেই। এবার কলকাতাতেও সেঞ্চুরি হাঁকাল পেট্রোল। ইতিহাস গড়ে শহরে প্রথমবার তিন অঙ্কের ঘরে প্রবেশ করল পেট্রোল।
মঙ্গলবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে হল ১০০ টাকা ২৩ পয়সা। ডিজেলের দাম লিটারে বেড়েছে ২৩ পয়সা। নতুন দাম হয়েছে ৯২ টাকা ৫০ পয়সা।
দেশজোড়া প্রতিবাদের মধ্যে ফের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দাম বাড়াল পেট্রোল, ডিজেলের। জ্বালানির দাম এতটা বেড়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়বে বাজারে।
গত রবিবার কলকাতাকে পিছনে ফেলে রাজ্যের বেশ কয়েকটি জেলায় সেঞ্চুরি পার করে পেট্রোল। রাজ্যে প্রথমবার পেট্রোলের দাম ১০০-র অঙ্ক টপকে যায় সেদিন।
মঙ্গলবার সকালের হিসেব অনুযায়ী, রাজ্যের ২৩ জেলার মধ্যে ১৯টিতেই সেঞ্চুরি পার করেছিল পেট্রোল। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে বিধানসভায় কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।
রান্নার গ্যাসের দাম গত ৬ মাসে ২৪১ টাকা বেড়েছে। জ্বালানি ও গ্যাসের দামের এই মূল্যবৃদ্ধির অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল, কংগ্রেস ও বামেরা।
পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছে অবিজেপি দলগুলি। মঙ্গলবার হাজরা মোড়ে একটি গাড়িকে দড়িতে টেনে প্রতিবাদ জানান তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।
বাম ছাত্র সংগঠনের কায়দায় হাজরা মোড়ে তৃণমূলের ছাত্র সংগঠনের উদ্যোগে হয় পথনাটিকা। গান গেয়েও চলে প্রতিবাদ।
খড়গপুরেও ১০০ পেরিয়েছে পেট্রোল। খড়গপুর আইআইটি-র কাছে একটি পেট্রোল পাম্পে এদিন কেক কেটে প্রতিবাদ জানান বাম কর্মী, সমর্থকরা।
সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, মোদির আচ্ছে দিন এখন দেখা যাচ্ছে, কেন্দ্র-রাজ্য উভয়েই টাকা পাচ্ছে অথচ যখন অসীম দাশগুপ্ত ছিলেন তখন ৫০০ কোটি টাকা ছেড়ে দিয়েছিলেন।
কংগ্রেসের কর্মসূচিতেও ছিল অভিনবত্ব। ভবানীপুরের যদুবাবুর বাজারে এদিন প্রতীকী প্রতিবাদ হিসেবে ঘোড়া টেনে নিয়ে যাওয়া হয়।
কংগ্রেসের মহিলা সেলের পক্ষ থেকে তারাতলায় মাটির উনুন পেতে হয় রান্না। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরোধিতায় রাজ্যজুড়ে প্রতিবাদ সপ্তাহ পালন করছে এসইউসিআই। এদিন হাজরায় বিক্ষোভ দেখায় তারা।