কলকাতা : মধ্যবিত্তের চাপ বাড়িয়ে গত এক সপ্তাহে ৬ বার বাড়ল পেট্রোল-ডিজেলের  দাম ( Fuel Price) । কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ৩২ পয়সা বেড়ে হল ১০৮ টাকা ৮৫ পয়সা। ডিজেলের দাম ৩৫ পয়সা বেড়ে হল ৯৩ টাকা ৯২ পয়সা। উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের ভোটপর্ব মেটার পর থেকেই, সাধারণ মানুষের ওপর লাগাতার বাড়ছে মূল্যবৃদ্ধির চাপ।


লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং ওষুধের মূল্যবৃদ্ধির আশঙ্কা। কেন্দ্রের বিরুদ্ধে জনবিরোধী নীতি নেওয়ার অভিযোগ তুলে হুগলির বৈদ্যবাটিতে পথে নামলেন তৃণমূল নেতা-কর্মীরা।


 





৫ রাজ্যের ভোটের ফল বেরনোর ১১ দিনের মাথায় মূল্যবৃদ্ধি


আশঙ্কা সত্যি করে  ৫ রাজ্যের ভোটের ফল বেরনোর ১১ দিনের মাথায় মূল্যবৃদ্ধির বোঝা আরও চাপে সাধারণ মানুষের ঘাড়ে! দাম বাড়ে পেট্রোলের! মহার্ঘ হল ডিজেল! ভারতে ঐতিহাসিক উচ্চতায় পৌঁছায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম! রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ফের একবার একলাফে বাড়ে হল ৫০ টাকা! এর ফলে ভারতে সর্বকালীন উচ্চতায় পৌঁছেছে রান্নার গ্যাসের দাম! দাম বেড়ে হল ৯৭৬ টাকা! গ্যাসের দাম এখন হাজার ছুঁইছুঁই! 


বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে শুরু করে । কিন্তু তখন ৫ রাজ্যে ভোট চলার সময় পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাসের দাম একই ছিল। ১০ তারিখ ভোটের ফল ঘোষণা হয়। ৪ রাজ্যে বিজেপি বিপুল জয় পায়। অবশেষে ভোটের ফল বেরনোর ১১ দিনের মাথায় বাড়ানো হল পেট্রোল-ডিজেলের দামও।

আর কীসে কীসে মূল্যবৃদ্ধি


সম্প্রতি Employees privedent fund বা কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে (PF)-এ সুদ রেকর্ড হারে কমানো হয়েছে! সাড়ে ৮ শতাংশ থেকে কমে EPF-এ সুদের হার করা হয়েছে ৮.১ শতাংশ! EPF-এ সুদের এই হার ৪৪ বছরে সর্বনিম্ন!


ফিক্সড ডিপোজিট, PPF, থেকে শুরু করে সুকন্যা সমৃদ্ধি যোজনা, কিষাণ বিকাশ পত্র, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, কিংবা সিনিয়র সিটিজেট সেভিংস স্কিমের মতো সঞ্চয় প্রকল্পেও গত কয়েক বছর ধরে লাগাতার সুদের হার কমেছে! উল্টোদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মূল্যবৃদ্ধি! ত্রাহি ত্রাহি অবস্থা সাধারণ মানুষের!