কলকাতা: বেলাগাম জ্বালানি। বুধবার কলকাতায় পেট্রোল ও ডিজেলের দামে ফের রেকর্ড। লিটারে ৩৪ পয়সা বেড়ে শহরে পেট্রোলের নতুন দাম হল ১০৮ টাকা ৪৫ পয়সা। ১০০ টাকা ছুঁইছুঁই ডিজেলও। লিটারে ৩৫ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৯ টাকা ৭৮ পয়সা। ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় সেঞ্চুরি পার করেছে ডিজেল। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারেও। পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় মাছ থেকে সব্জি, সবকিছুরই দাম বেড়েছে। পকেটে টান পড়ছে মধ্যবিত্তের।
দিল্লিতেও পেট্রোলের দাম প্রতি লিটারে ৩৫ পয়সা বেড়ে হয়েছে ১০৭.৯৪ টাকা। ডিজেলের দাম দিল্লিতে বেড়ে হয়েছে প্রতি লিটারে ৯৬.৬৭ টাকা। পেট্রোলের দাম এখন অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ বা জেট ফুয়েল)-র তুলনায় ৩৬.৬৩ শতাংশ বেশি। দিল্লিতে এটিএফের দাম মোটামুটি ৭৯ টাকা প্রতি লিটার।
মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ১১৩.৮০ টাকা। দেশের বাণিজ্য নগরীকে ডিজেলের দাম প্রতি লিটারে ১০৪.৮৩ টাকা। দেশের চারটি মেট্রো শহরের মধ্যে পেট্রোল ও ডিজেলের দাম সবচেয়ে বেশি। ভ্যালু অ্যাডেট ট্যাক্স (ভ্যাট)-এর জন্য জ্বালানির দাম বিভিন্ন রাজ্যে হেরফের হয়ে থাকে।
চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৪.৮৩ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ১০০.৯২ টাকা।
রাজ্যের ২৩টির মধ্যে ১৬টি জেলাতেই ১০০ পার করল ডিজেল। এবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও ডিজেলের দামে সেঞ্চুরি। এর আগেই ঝাড়গ্রাম, পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, নদিয়া ও মুর্শিদাবাদে ১০০ পার করেছে ডিজেল।
বিগত কিছুদিন ধরেই পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে চলেছে। চলতি অক্টোবর মাসের মধ্যেই ২০ বার ডিজেল ও পেট্রোলের দাম বাড়ল। অক্টোবরে এখনও পর্যন্ত পেট্রোলের দাম প্রতি লিটারে ৬.৩০ টাকা ও ডিজেলের দাম প্রতি লিটারে ৬.৮০ টাকা বেড়েছে।