কলকাতা : করোনা, ম্যালেরিয়া, ডেঙ্গি সংক্রমণ ঠেকাতে এবার ৫টি সেকেন্ডারি হেলথ সেন্টার তৈরি করবে কলকাতা পুরসভা। প্রত্যেকটিতে থাকবে ১০০টি করে বেড। ফুটপাথবাসীকে বিতরণ করা হবে মশারি। হকাররা মাস্ক না পরে থাকলে দোকান বন্ধ করে দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন ফিরহাদ হাকিম।


প্রসঙ্গত, পুজোর ভিড়ের খেসারত হিসেবে বঙ্গে বাড়ছে করোনা ! উদ্বেগের মধ্যেই চিন্তা আরও বাড়াচ্ছে ডেঙ্গি ও ম্যালেরিয়ার প্রকোপ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে রাজ্য সরকার যে তথ্য পাঠিয়েছে, তা অনুযায়ী চলতি বছরের জুলাই পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন ২২৪ জন। 


অন্যদিকে অগাস্ট পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার (9,684)। মৃত্যু হয়েছে ২ জনের। কিন্তু, তারপর থেকে যেভাবে প্রবল বৃষ্টি হয়েছে, তাতে আক্রান্তের সংখ্যাটা আরও বেড়েছে বলেই অনুমান চিকিৎসকদের।


কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে,  চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবরের ২০ তারিখ পর্যন্ত শহরে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৪০০-র কাছাকাছি। ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২ জন। এরই মধ্যে ষষ্ঠীর দিন, ১১৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে দীপালি দত্ত নামে এক মহিলার। বৃহস্পতিবার কলাবাগান এলাকার আরেক বাসিন্দা রুমকি দাসের ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। 


শুধু কলকাতা নয়। উদ্বেগজনকভাবে ডেঙ্গির প্রকোপ বেড়েছে সল্টলেকেও। বিধাননগর পুরসভা সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত, পুর এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ২৫ জন। কিন্তু, সেপ্টেম্বর থেকে অক্টোবরের শেষ পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩৭।


আরও পড়ুন ; বাড়ছে মশাবাহিত রোগের দাপট, সচেতনতা প্রচার শুরু পুর-প্রশাসকের


বিধাননগর লাগোয়া দক্ষিণ দমদম পুর এলাকাতেও বাড়ছে, মশাবাহিত রোগ। পুরসভা সূত্রে খবর, গত এক মাসে দক্ষিণ দমদমে ২০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। দক্ষিণ দমদম পুরসভার প্রশাসক পাচু রায়  বলেছেন, ২৫ নম্বর ওয়ার্ডে ৬ জন আক্রান্ত, ভয়ের কোনও কারণ নেই। আমরা সচেতনতামূলক প্রচার করছি। নর্দমা পরিষ্কার করছি।